ডায়মন্ড হারবারে হকার উচ্ছেদ

ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান হল ডায়মন্ডস হারবারে। বুধবার সকাল ৯টা থেকে প্রায় ৬ ঘণ্টা ধরে ডায়মন্ড হারবার স্টেশন মোড়ের ১১৭ নম্বর জাতীয় সড়কে একটি ব্যাঙ্কের কাছে থেকে জলট্যাঙ্ক গলির মোড় পর্যন্ত দু’ধারে সমস্থ হকারকে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৬ ০১:৪৮
Share:

দখল সরছে। বুধবার তোলা নিজস্ব চিত্র।

ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান হল ডায়মন্ডস হারবারে। বুধবার সকাল ৯টা থেকে প্রায় ৬ ঘণ্টা ধরে ডায়মন্ড হারবার স্টেশন মোড়ের ১১৭ নম্বর জাতীয় সড়কে একটি ব্যাঙ্কের কাছে থেকে জলট্যাঙ্ক গলির মোড় পর্যন্ত দু’ধারে সমস্থ হকারকে তুলে দেওয়া হয়েছে। ফুটপাতের দু’ধারে ডালা নিয়ে বসা হকার ছাড়াও বেশ কিছু গুমটি সরিয়ে ফেলা হয়েছে।

Advertisement

এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন শহরবাসী। কারণ, এর আগেও একাধিক বার ফুটপাতের হকার উচ্ছেদ হলেও কিছু দিন পরেই আবার অবস্থা যে কে সেই। বাসিন্দাদের অভিযোগ, রাজনৈতিক নেতারা যদি কঠোর হাতে ফুটপাত পরিষ্কার রাখার ব্যাপারে নজর দেন, তা হলে সাধারণ মানুষকে চলাফেরা করতে এমন ভোগান্তি সহ্য করতে হয় না। এ বার স্টেশন রোডে উচ্ছেদ অভিযান কবে হবে, সেই অপেক্ষায় বাসিন্দারা।

পুলিশ জানিয়েছে, মহকুমাশাসক ও বিধায়কের উদ্যোগে এই উচ্ছেদ অভিযান হয়েছে। খুব শীঘ্রই স্টেশন রোডে উচ্ছেদ অভিযান হবে জানান এক পুলিশ আধিকারিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement