দু’দলের গোলমালে জখম চার

বিধানসভা ভোটের মুখে সিপিএম এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ ঘিরে শুক্রবার রাতে উত্তেজনা ছড়াল গোঘাটের কোকন্দে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোঘাট শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৬ ০১:০৭
Share:

বিধানসভা ভোটের মুখে সিপিএম এবং তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ ঘিরে শুক্রবার রাতে উত্তেজনা ছড়াল গোঘাটের কোকন্দে। জখম হন দু’দলের অন্তত চার জন। ওই দিন কোকন্দ এলাকার দিঘিরপাড় পাড়ায় দলের কর্মী সম্মেলনের আয়োজন করেছিল সিপিএম। অভিযোগ, মোটরবাইকে করে তৃণমূলের কিছু ছেলে এসে সেখানে লাঠিপেটা করতে থাকে। সিপিএম কর্মী-সমর্থকেরা সাইকেল ফেলে রেখেই ছত্রভঙ্গ হয়ে যান। প্রহৃত হন সিপিএম নেতা নিতাই চানক। তিনিই সম্মেলনটি পরিচালনা করছিলেন। তাঁকে আটকেও রাখা হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। পরে তৃণমূলের পক্ষ থেকেও তাঁদের এক কর্মীকে মারধর করা হয়েছে বলে সিপিএমের বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ জানায়, দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সিপিএমের গোঘাট জোনাল কমিটির সম্পাদক অরুণ পাত্রের অভিযোগ, “বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝেই তৃণমূল এলাকায় সন্ত্রাস কায়েম করতে মরিয়া। ওদের কাউকে মারধরের প্রশ্ন নেই। ওরা পাল্টা মিথ্যা অভিযোগ করে প্রশাসনকে ভাঁওতা দিচ্ছে।” নিতাইবাবু এলাকার চার তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে হামলার অভিযোগ দায়ের করেন থানায়। পক্ষান্তরে, স্থানীয় তৃণমূল কর্মী অশোক পণ্ডিতকে ওই রাতে খেত থেকে বাড়ি ফেরার সময়ে সিপিএমের ছেলেরা মারধর করে বলে অভিযোগ উঠেছে। গোঘাট-২ তৃণমূলের ব্লক সভাপতি তপন মণ্ডল বলেন, ‘‘বিনা প্ররোচনায় অশোককে মারধর করে সিপিএমের লোকেরা। আমাদের ছেলেরা প্রতিবাদ করেছে। অশোককে কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement