কাঁচরাপাড়ায় গুলি চালানোর ঘটনায় ধৃত ৪

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের দলীয় কার্যালয়ে গুলি চালানোর ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল রানা সাহা, সজল সরকার, কৌশিক দত্ত এবং অভিজিৎ। বীজপুর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাগমোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে গুলি চালায় দুষ্কৃতীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৫ ১২:২২
Share:

থানায় ধৃতেরা।— নিজস্ব চিত্র।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূলের দলীয় কার্যালয়ে গুলি চালানোর ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল রানা সাহা, সজল সরকার, কৌশিক দত্ত এবং অভিজিৎ। বীজপুর থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Advertisement

বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ ব্যারাকপুর শিল্পাঞ্চলে বাগমোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হন হারাধন মুখোপাধ্যায় এবং হারাধন পাল নামে দু’জন তৃণমূল কর্মী। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় গঙ্গা থেকে বালি তোলা নিয়ে শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে বচসার জেরেই এই ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement