স্মৃতি: কুমারেশ সাধু
পথ দুর্ঘটনায় মৃত যুবকের দেহের বিভিন্ন অঙ্গদান করল পরিবার। ২১ মার্চ মৃত্যু হয় অশোকনগর-কল্যাণগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কচুয়া লেকপাড় এলাকার বাসিন্দা কুমারেশ সাধুর (২৪)। পরিবার সূত্রের খবর, কলকাতার একটি ওষুধ সংস্থায় কর্মরত কুমারেশ রোজকার মতো বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়েছিলেন কর্মস্থলে যাবেন বলে। বাইক অশোকনগর স্টেশনে রেখে ট্রেনে যাতায়াত করেন তিনি। ওই দিন স্টেশনে যাওয়ার পথে গোলবাজার এলাকায় রাস্তার কুকুর তাড়া করায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় প্রথমে বারাসত, সেখান থেকে কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। রাতে চিকিৎসেরা জানিয়ে দেন, ‘ব্রেন ডেথ’ হয়েছে।
এরপরেই ভাইয়ের অঙ্গদানের সিদ্ধান্ত নেন কুমারেশের দাদা সমরেশ। সেই মতো কুমারেশের লিভার, কিডনি, হার্ট, ও কর্নিয়া দান করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, লিভার রাজস্থানের জয়পুর এলাকায় এক ব্যক্তিকে দেওয়া হয়েছে। কিডনি দেওয়া হয়েছে এ রাজ্যের এক মহিলাকে। হার্ট দেওয়া হয়েছে চেন্নাইয়ের ২৪ বছরের এক যুবককে। কর্নিয়া সংরক্ষণ করে রাখা রয়েছে একটি বেসরকারি হাসপাতালে। কুমারেশের মৃত্যুতে পরিবারের সদস্যেরা ভেঙে পড়লেও এ রকম পরিস্থিতিতে অঙ্গ দানে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন মানুষের কাছে। পরিবারের এক সদস্য জানান, কুমারেশের অঙ্গগুলিও কারও না কারও শরীরে থাকছে। এ ভাবেই বেঁচে থাকবেন তিনি।