Fire Incident

শ্যামনগরে ব্যাটারি কারখানার গুদামে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দমকল সূত্রে খবর বুধবার বেলার দিকে এক্সাইড কারখানার গুদামে আগুন লাগে। ওই গুদামে ব্যাটারির খোল তৈরির জিনিসপত্র ছিল। সেই সব জিনিসপত্রে আগুন লেগে আগুন ছড়িয়ে পড়ে সারা কারখানা জুড়ে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শ্যামনগর শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২২ ১৫:১৭
Share:

নিমিষেই আগুন ছড়িয়ে পরে সারা কারখানা জুড়ে। নিজস্ব চিত্র।

ভয়াবহ আগুন লাগল উত্তর ২৪ পরগনার শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানার গুদামে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছেন দমকল কর্মীরা। দমকল সূত্রে খবর, বুধবার বেলার দিকে এক্সাইড কারখানার গুদামে আগুন লাগে। ওই গুদামে ব্যাটারির খোল তৈরির জিনিসপত্র মজুত করা ছিল। সেই সব জিনিসপত্রে আগুন লেগে নিমিষেই আগুন ছড়িয়ে পরে সারা কারখানা জুড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। দমকল বাহিনীকে খবর দিলে তারা তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয়। আগুন যাতে অন্যত্র ছড়িয়ে না পড়ে তার জন্য দমকল কর্মীরা তিনটি ইঞ্জিনের সাহায্যে বিভিন্ন দিক দিয়ে জল দিতে থাকে। আগুনের উৎস খুঁজে সেখানে জল দেওয়ার পরই নিয়ন্ত্রণে আসে আগুন। তবে সেই আগুন পুরোপুরি নিভতে আরও কিছু ক্ষণ সময় লাগবে বলে জানিয়েছেন দমকল কর্তৃপক্ষ। তবে ব্যাটারি কারখানার গুদামে আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে দমকল সূত্রে খবর।

Advertisement

প্রসঙ্গত, বুধবার সকালেই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে ডানলপের মোড়ের কাছের একটি বহুতল। প্রাথমিক তদন্তে অনুমান বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের ফলে আগুন ছড়িয়ে পড়ে ওই বহুতলে।

বুধবার সকাল ১১টার কিছু সময় পরে ওই বহুতলে আগুন লাগে। সাড়ে ১১টা নাগাদ দমকলে খবর দেন স্থানীয়রা। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাতেও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement