Arrest

বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনে! গ্রেফতার শিশু-সহ ১১ জন

বন দফতর সূত্রে খবর, শুক্রবার বিকেলে সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় টহলদারি সময় জঙ্গলের মধ্যে অনুপ্রবেশকারীদের দেখা যায়। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করে বনকর্মীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৪ ২৩:২০
Share:

—প্রতীকী চিত্র।

বাংলাদেশ থেকে পালিয়ে সুন্দরবনের জঙ্গলে আশ্রয়! কিন্তু শেষ রক্ষা হল না। বন দফতরের হাতে ধরা পড়লেন শিশু-সহ মোট ১১ জন।

Advertisement

বন দফতর সূত্রে খবর, শুক্রবার বিকেলে সুন্দরবনের জঙ্গল লাগোয়া এলাকায় টহলদারি সময় জঙ্গলের মধ্যে অনুপ্রবেশকারীদের দেখা যায়। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করে বনকর্মীরা। এর পর সুন্দরবন কোস্টাল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় ১১ জনকেই। ধৃতের মধ্যে পাঁচ শিশু, পাঁচ মহিলা ও একজন পুরুষ । ১১ জনকেই শনিবার আলিপুর আদালতে হাজির করানো হয়েছিল। পুলিশ সূত্রের খবর, ধৃতদের সকলের বাড়িই বাংলাদেশের খুলনা জেলার করেয়া থানার বাসিন্দা সকলেই। আরও কেউ এই এলাকায় আছে কি না, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement