Theft Case

স্কুলে ‘চুরি’ নিয়ে মতান্তর কর্তৃপক্ষ ও শিক্ষিকাদের

তালা ভেঙে চুরির চেষ্টা হল বারাসতের প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে। বুধবার গভীর রাতে ওই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজে চোরের ছবিও দেখা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০২৪ ০৮:২৫
Share:

—প্রতীকী ছবি।

তালা ভেঙে চুরির চেষ্টা হল বারাসতের প্রিয়নাথ বালিকা বিদ্যালয়ে। বুধবার গভীর রাতে ওই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সিসি ক্যামেরার ফুটেজে চোরের ছবিও দেখা গিয়েছে। তবে স্কুল থেকে কিছু খোয়া যাওয়ার অভিযোগ করা হয়নি বলে দাবি পুলিশের। শুধু চুরির চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই চুরির চেষ্টার ঘটনাকে ঘিরে সরব হন শিক্ষিকাদের একাংশ। স্কুলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধেও তাঁরা তোপ দাগেন।

Advertisement

উল্লেখ্য, শিক্ষিকাদের সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিছু দিন ধরেই মতান্তর চলছিল। কিছু দিন আগে শিক্ষিকারা একজোট হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে ঘরে আটকেও রেখেছিলেন। স্কুলের হাজিরার দু’টি খাতা চালু এবং শিক্ষিকাদের চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের বিরোধ চরমে উঠেছিল।

এ দিন শিক্ষিকাদের একাংশ অভিযোগ করেন, তাঁদের সার্ভিস বুক-সহ গুরুত্বপূর্ণ নথি চুরি গিয়েছে। কেউ জানান, মিড-ডে মিলের নথিপত্র চুরি গিয়েছে। অন্তরা সরকার নামে এক শিক্ষিকার অভিযোগ, ‘‘দু’টি ঘরে চুরি হয়েছে। একটি ঘরের সিসি ক্যামেরার ফুটেজে চুরির বিষয়টি দেখা গিয়েছে। কিছু ফাইল এবং আমাদের সার্ভিস বুক চুরি হয়েছে। চোর ল্যাপটপ ফেলে রেখে কেন কাগজ নেবে?’’ পুলিশের দাবি, কিছু চুরি যাওয়ার অভিযোগ স্কুল কর্তৃপক্ষ করেননি। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শঙ্করকুমার দাস জানান, কাগজপত্র মিলিয়ে দেখা হয়েছে। কিছু চুরি যায়নি। তিনি বলেন, ‘‘হতে পারে, চোর ভেবেছিল টাকা পাবে। কিন্তু এখন তো ব্যাঙ্কের মাধ্যমেই লেনদেন হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement