Didir Suraksha Kavach

হাতে গোলাপ ধরিয়েও দূতেরা শুনলেন সমস্যার সাতকাহন

কর্মসূচিতে গিয়েছিলেন মিনাখাঁ ব্লক তৃণমূলের সভাপতি আয়ুব হোসেন গাজি, যুব ব্লক সভাপতি শরিফুল হক চৌধুরী, সম্পাদক মমতাজুল হক রাহুলেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মিনাখাঁ শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৩ ০৭:৫০
Share:

কর্মসূচি: মিনাখাঁর বামনপুকুরে বাসিন্দাদের ফুল দিচ্ছেন নেতারা। ছবি: নির্মল বসু

বেহাল রাস্তা, পানীয় জলের অব্যবস্থা নিয়ে মানুষের ক্ষোভের কথা শুনতে হল দিদির দূতেদের।

Advertisement

‘দিদির দূত’ কর্মসূচিতে মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন তৃণমূল কর্মীরা। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা সকলে ঠিক মতো পাচ্ছেন কি না, খোঁজ-খবর নিচ্ছেন। সোমবার মিনাখাঁর বামনপুকুর অঞ্চলের পুটখালি এলাকায় গিয়েছিলেন দিদির দূতেরা। তাঁদের ঘিরে কার্যত বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়।।

কর্মসূচিতে গিয়েছিলেন মিনাখাঁ ব্লক তৃণমূলের সভাপতি আয়ুব হোসেন গাজি, যুব ব্লক সভাপতি শরিফুল হক চৌধুরী, সম্পাদক মমতাজুল হক রাহুলেরা। বাড়ি বাড়ি গিয়ে তাঁরা পরিবারের সদস্যদের হাতে গোলাপ ফুল তুলে দেন। তারপর শুরু হয় কথোপকথন।

Advertisement

বাড়ির মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কি না, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা মিলছে কি না, সঠিক সময়ে কন্যাশ্রী প্রকল্পের টাকা ঢুকছে কি না— এ সব জানতে চান তাঁরা। গ্রামবাসীরা জানান, প্রকল্পের পরিষেবা পেতে ছোটখাটো অসুবিধা হলেও তেমন বড় সমস্যা হয়নি। তবে এলাকার রাস্তাঘাট, পানীয় জল নিয়ে ক্ষোভ অনেক।

গ্রামবাসীদের দাবি, পুটখালি এলাকায় রাস্তাঘাট বেহাল, এলাকায় পর্যাপ্ত আর্সেনিকমুক্ত পানীয় জলের ব্যবস্থা নেই। অভিযোগ, বেশ কিছু কাঁচা বাড়ি থাকলেও তাঁদের নাম আবাস যোজনার তালিকায় নেই।

গ্রামবাসী গৌরী মণ্ডল, সঞ্জয় মণ্ডলেরা জানান, গোলাপ ফুল দেওয়া ভাল কথা। কিন্তু যে সব সমস্যার কথাও জানানো হল, তা সমাধান না হলে ফুল দেওয়ার ব্যাপারটা কার্যত অর্থহীন হয়ে যাবে।

আয়ুব বলেন, “আমরা এসেছিলাম সমস্যার কথা শুনতে। ওঁরা বেশ কিছু সমস্যার কথা আমাদের জানিয়েছেন। সেগুলি আমরা লিপিবদ্ধ করেছি। কেউ ক্ষোভ প্রকাশ করেননি। সমস্ত সমস্যা যাতে দ্রুত সমাধান হয়, সে ব্যবস্থা করছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement