Body recovered

সাতসকালে নরেন্দ্রপুরের রাস্তায় পড়ে মাটি ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ! চাঞ্চল্য

পুরনো কোনও বিবাদ, না কি ব্যবসা সংক্রান্ত কোনও ঝামেলার জন্য এই খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৪ ১০:৩৪
Share:

— প্রতীকী চিত্র।

সাতসকালে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। বুধবার সকালে একটি কালভার্টের কাছে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম রজত দাস। তিনি মাটির কারবারের সঙ্গে যুক্ত ছিলেন।

Advertisement

নরেন্দ্রপুরের রানাভুতিয়ায় কালভার্টের কাছে একটি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মাটি ব্যবসায়ীর দেহ উদ্ধার করে নিয়ে যায়। দেহে রয়েছে একাধিক ক্ষতচিহ্ন। প্রাথমিক ভাবে একে খুনের ঘটনা বলেই মনে করছে পুলিশ। জানা গিয়েছে, বছর ৩৫-এর রজত মাটি কেনাবেচার কারবারের সঙ্গে জড়িত ছিলেন। সেই ব্যবসার সূত্রেই কি কেউ তাঁকে খুন করল? পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

পুরনো কোনও বিবাদ, না কি ব্যবসা সংক্রান্ত কোনও ঝামেলার জন্য এই খুন, তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement