১। ক্যানিঙের একটি পেট্রোল পাম্পের সামনে। ২। ও ৩। ক্যানিং হাসপাতালের সামনে। ৪। ক্যানিং স্টেশনের পাশে
ডেঙ্গি চিত্র
• ক্যানিং মহকুমা হাসপাতালে জ্বর নিয়ে এখনও পর্যন্ত ভর্তি হয়েছেন প্রায় ২০ জন।
• তাঁদের মধ্যে তিন জনের ডেঙ্গি-উপসর্গ রয়েছে। তাঁদের বাঙ্গুরে পাঠানো হয়েছে।
প্রশাসন-দাবি
• মশার লার্ভা ও পূর্ণবয়স্ক মশা মারতে বিভিন্ন পঞ্চায়েতের পক্ষ থেকে ব্লিচিং ও চুন ছড়ানো হচ্ছে।
• সচেতনতা বৃদ্ধির জন্য মাইকে করে প্রচার করা হচ্ছে।
• স্বাস্থ্যকর্মী এবং জনপ্রতিনিধিরা এলাকায় ঘুরছেন।
সমস্যা কোথায়
• ক্যানিঙের দিঘিরপাড়, ক্যানিং স্টেশন, ক্যানিং হাসপাতাল চত্বরে নর্দমা সাফাই হয় না।
• ক্যানিং-বারুইপুর রোডের ধারে বেহাল নিকাশির কারণে বেশির ভাগ সময়েই জল জমে থাকে।
পরিকাঠামোয় ঘাটতি
• স্বাস্থ্যকর্মী এবং জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে বলে অভিযোগ।
• সাফাই কর্মী কম। সব জায়গায় ব্লিচিং ছড়ানো হচ্ছে না।
• মশা মারার জন্য কামান নেই।
ত্রাহি রব হাসপাতালে
• ক্যানিং মহকুমা হাসপাতালে সম্প্রতি চালু হয়েছে সিসিইউ। ডেঙ্গির রক্ত পরীক্ষার ব্যবস্থাও নেই। রিপোর্টের জন্য পাঠাতে হয় কলকাতার বাঙুর হাসপাতালে। রিপোর্ট আসতে দেরি হয়।
তথ্য এবং ছবি: সামসুল হুদা।