পায়ে-পায়ে: প্রস্তুতি মিছিল। ছবি: দিলীপ নস্কর।
২ এপ্রিল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। সভার আয়োজনের নানা দিক নিয়ে বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব ডায়মন্ড হারবারের একটি ভবনে বৈঠকে বসেন।
দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে ঠিক হয়েছে, সারা জেলা জুড়ে কর্মী-সমর্থকেরা যে সব গাড়িতে আসবেন, সেগুলি যেন সভাস্থলের কাছে ভিড় বা যানজট তৈরি না করে, সে দিকে নজর রাখা হবে। এ জন্য নির্দিষ্ট পার্কিং স্ট্যান্ড ব্যবহার করতে হবে। কলকাতার দিকে আমতলা শিরাকোল, ফলতার দিক থেকে আসা গাড়িগুলি ডায়মন্ড হারবার ঢোকার আগে কপাটহাট মোড়ে কর্মী-সমর্থকদের নামিয়ে দেবে। গাড়ি গিয়ে দাঁড়াবে কলেজের মাঠে। আবার রায়দিঘি, কাকদ্বীপ, জয়নগরের দিক দিয়ে আসা গাড়িগুলি কেল্লার মোড়ে কর্মীদের নামিয়ে পিকনিক স্পটের মাঠে ও ওয়্যারলেস মাঠে পার্কিং করবে। প্রতি ক্ষেত্রে কর্মী-সমর্থকদের সুশৃঙ্খল ভাবে মিছিল করে আসতে হবে। এমন কিছু তারা করবে না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। এ ছাড়া, কোনও শিশুকে সভায় আনা চলবে না বলে বৈঠকে স্থির হয়েছে। তৃণমূল নেতত্বের দাবি, দু’আড়াই লক্ষ লোক হতে পারে সভায়। ভিড়ের চাপে শিশুদের যাতে অসুবিধা না হয়, সে জন্যই তাদের আনতে বারণ করা হচ্ছে।
এ দিনের বৈঠকের পরে জেলা নেতৃত্বের একটি দল এসডিও মাঠে সভামঞ্চ তদারকিতে আসে। মাঠের উত্তর দিকে বিশাল মঞ্চ বানানো হয়েছে। সভায় আসা কর্মীদের পানীয় জলের জোগানের জন্য মঞ্চের বাঁ দিকে ১০-১২টি ট্যাপ লাইন বসেছে। শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় সড়কের উপরে ১০টি জলের ট্যাঙ্ক রাখার ব্যবস্থা হয়েছে। প্রায় আড়াইশো মাইক লাগানো হবে কপাটহাট মোড় থেকে কেল্লার মোড় পর্যন্ত। অ্যাম্বুল্যান্স, দমকলের গাড়ি মজুত থাকবে। বিশেষ নজরদারি চালাতে ১২টি সিসি ক্যামেরা বসছে। জনসভায় পুলিশের নজরদারির পাশাপাশি দলের পক্ষ থেকেও ৫০০ মহিলা ভলান্টিয়ার রাখা হবে। মাঠে দর্শকদের বসার জন্য থাকবে ১৫ হাজার চেয়ার।
এ দিন মঞ্চ পরিদর্শনে এসেছিলেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি অনিরুদ্ধ হালদার, জেলা নেতা শান্তনু বাপুলি, সৌমেন মণ্ডল, নবকুমার বেতাল প্রমুখ। অনিরুদ্ধবাবু বলেন, ‘‘জনসভায় আসা মানুষজনের যাতে কোনও সমস্যা না হয়, সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’ সভায় জেলা তৃণমূল সভাপতি শোভন চট্টোপাধ্যায়, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, জয়নগর ও মথুরাপুর কেন্দ্রের দুই সাংসদ ছাড়াও জেলার দুই মন্ত্রী, নেতারা হাজির থাকবেন বলে দলের একটি সূত্রের খবর।
এ দিন বিকেলে সাংসদের সভার প্রস্তুতি হিসাবে তৃণমূল মহা মিছিল বের করে। ডায়মন্ড হারবারের কপাটহাট মোড় থেকে মিছিল শুরু হওয়া মিছিল জেটিঘাট মোড় হয়ে বাসস্ট্যান্ডে ফেরে।