বামেদের স্মারকলিপি

ভয় দেখিয়ে বিরোধী সদস্যদের দলে টানার চেষ্টা করছে তৃণমূল— এই অভিযোগ তুলে দেগঙ্গার বিডিওকে স্মারকলিপি দিলেন বামপন্থীরা। মঙ্গলবার বিক্ষোভে সামিল ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, উত্তর ২৪ পরগনায় বাদুড়িয়া এবং দেগঙ্গা— এই দু’টি ছাড়া আর সব পঞ্চায়েত সমিতিগুলি বর্তমানে তৃণমূলের দখলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৬ ০১:৩১
Share:

প্রতিবাদ সভায় সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। নিজস্ব চিত্র।

ভয় দেখিয়ে বিরোধী সদস্যদের দলে টানার চেষ্টা করছে তৃণমূল— এই অভিযোগ তুলে দেগঙ্গার বিডিওকে স্মারকলিপি দিলেন বামপন্থীরা। মঙ্গলবার বিক্ষোভে সামিল ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, উত্তর ২৪ পরগনায় বাদুড়িয়া এবং দেগঙ্গা— এই দু’টি ছাড়া আর সব পঞ্চায়েত সমিতিগুলি বর্তমানে তৃণমূলের দখলে। বামেদের অভিযোগ প্রসঙ্গে তৃণমূল সাংসদ ইদ্রিশ আলি বলেন, ‘‘আমরা কাজ করি। মানুষের উন্নয়ন করি। কাউকে ভয় দেখাই না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement