CPM Workers Allegedly Attacked

কাঁকিনাড়া বিডিও অফিস ঘেরাওয়ে গিয়ে ধস্তাধস্তি, পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ সিপিএমের

মঙ্গলবার কাঁকিনাড়া পানপুর বিডিও অফিস ঘেরাও করতে যান সিপিএম কর্মীসমর্থকেরা। ঠিক বিডিও অফিসের সামনে তাঁদের আটকায় পুলিশ। সেই বাধা টপকে বিডিও অফিস চত্বরে ঢুকতে চাইলে শুরু হয় অশান্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৮:১৪
Share:

অসুস্থ এক সিপিএম কর্মীকে নিয়ে যাচ্ছেন রাজনৈতিক সতীর্থরা। —নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস এবং গণনাকেন্দ্রে কারচুপির অভিযোগে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি নিয়েছিল সিপিএম। মঙ্গলবার বিকেলে সেই কর্মসূচি ঘিরে ধুন্ধুমার উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ার পানপুর এলাকা। বিডিও অফিসের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালেন সিপিএম কর্মী-সমর্থকেরা।

Advertisement

পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় মাধরের অভিযোগ করেছেন সিপিএম নেতারা। অভিযোগ, পুলিশের মারে তাঁদের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন। ছাড় পাননি মহিলারাও।

মঙ্গলবার কাঁকিনাড়া পানপুর বিডিও অফিস ঘেরাও করতে যান সিপিএম কর্মী-সমর্থকেরা। ঠিক বিডিও অফিসের সামনে তাঁদের আটকায় পুলিশ। সেই বাধা টপকে বিডিও অফিস চত্বরে ঢুকতে চাইলে শুরু হয় অশান্তি। পুলিশ এবং সিপিএম কর্মীদের মধ্যে হাতাহাতি লেগে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। তাতে ১০ জন সিপিএম কর্মী আহত হন বলে অভিযোগ। এ নিয়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

Advertisement

আহত সিপিএমের এক মহিলা কর্মীর কথায়, ‘‘পুলিশ বার বার আমাদের মারধর করেছে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সেখানে বিনা প্ররোচনায় আক্রমণ করেছে পুলিশ।’’ ঘটনাস্থলে পুলিশের বিরুদ্ধেও স্লোগান তোলেন সিপিএম কর্মীরা। আহতের মধ্যে অন্তত তাঁদের পাঁচ জন মহিলা কর্মী আছেন বলে দাবি করেছে সিপিএম।

যদিও এ নিয়ে পুলিশ এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement