উত্তেজনা: ক্যানিংয়ে।
প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার গ্যাস দেওয়াকে কেন্দ্র করে সোমবার উত্তেজনা দেখা দিল ক্যানিংয়ের একটি গ্যাস সরবরাহ দফতরের সামনে। বিক্ষোভ দেখালেন গ্রাহকেরা।
লকডাউনের জেরে অনেকেরই এখন রোজগার বন্ধ। এই পরিস্থিতিতে উজ্জ্বলা যোজনায় দারিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষদের তিনটি গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সরকারি ঘোষণা অনুযায়ী, এ দিন সকাল থেকে বহু মানুষ গ্যাস অফিসের সামনে ভিড় জমান। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, সিলিন্ডার প্রতি ৭৮৩ টাকা করে দিতে হবে। এই নিয়ে অফিসের কর্মীদের সঙ্গে বচসা বাধে। বিক্ষোভ শুরু হয়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
এ দিন গ্যাস নিতে আসা ক্যানিংয়ের বাসিন্দা নবীন মণ্ডল, সুলেখা মণ্ডল, রিনা দাসরা বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, উজ্জ্বলা প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় তিনটি গ্যাস দেওয়া হবে। সেই গ্যাস নিতেই আমরা এ দিন এসেছি। কিন্তু এখান থেকে সিলিন্ডার প্রতি ৭৮৩ টাকা করে চাওয়া হচ্ছে।’’
গ্যাস সার্ভিসের মালিক গোবিন্দ সাঁফুই বলেন, ‘‘গ্রাহকরা ভুল বুঝে বিক্ষোভ দেখিয়েছেন। নগদ টাকা দিয়েই গ্যাস কিনতে বলা হয়েছে। পরে সেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।’’ পরিস্থতি পরে শান্ত হলে, নগদে গ্যাস কিনতে হবে শুনে অনেকে খালি হাতে ফিরে যান।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)