সোমবার সোনারপুরের বিডিও অফিসে এই পরিষেবা চালু হল। —নিজস্ব চিত্র।
এ বার থেকে হোয়াইটস্অ্যাপেই টিকার আবেদন করতে পারবেন দক্ষিণ ২৪ পরগনা জেলার ৪৫ বছরের বেশি বয়সিরা। ৪৫ ঊর্ধ্বদের জন্য সোমবার আনুষ্ঠানিক ভাবে একটি হোয়াইটস্অ্যাপ নম্বর চালু করল জেলা প্রশাসন। ওই নম্বরে মেসেজ করে টিকার জন্য স্লট বুকিং করা যাবে।
প্রশাসন সূত্রে খবর, জেলার হাসপাতাল এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিয়মিত টিকাকরণ করা হলেও ৪৫ বছরের বেশি বয়সিদের অনেকেই তা নিতে পারেননি। তাঁদের সুবিধার কথা মাথায় রেখে হোয়াইটস্অ্যাপ-নির্ভর 'চ্যাট বট' তৈরি করেছে প্রশাসন। ওই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল— ৯১৮৩৩৫৯৯৯০০০। সোমবার সোনারপুরের বিডিও অফিসে এই পরিষেবা চালু করেন জেলাশাসক পি. উলগানাথন। তিনি বলেন, “জেলার ৪৫ বছরের বেশি বয়সিদের অনেকেই টিকা নিতে পারেননি। এ বার তাঁরা সহজেই ঘরে বসে টিকার জন্য আবেদন করতে পারবেন। আশা করি, নতুন ব্যবস্থাটি চালু হওয়ায় দক্ষিণ ২৪ পরগনার বহু মানুষই উপকৃত হবেন।”
জেলা প্রশাসনের আধিকারিকেরা জানিয়েছেন, ৪৫ বছরের ঊর্ধ্বে যে কোনও ব্যক্তি ওই হোয়াইটস্অ্যাপ নম্বরে মেসেজ পাঠালেই কয়েকটি সাধারণ প্রশ্ন ও পরিচয়পত্র চাওয়া হবে। হোয়াইটস্অ্যাপেই তাঁদের ভোটার কার্ড বা আধার কার্ডের ছবি সংযোগ করতে হবে৷ তার পর ঠিকানা এবং কোন টিকা নিতে ইচ্ছুক, তা জানালে তাঁদের নাম নথিভুক্ত হয়ে যাবে। টিকা নেওয়ার দিন ছাড়াও নিকটবর্তী টিকাকেন্দ্রের নামও জানিয়ে দেওয়া হবে ইচ্ছুকদের। আপতত ‘চ্যাট বটে’র আওতায় জেলার ৯টি কেন্দ্র থেকে টিকা দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে।