Molestation

Molestation: বাড়িতে গ্যাস দিতে এসে স্কুল ছাত্রীর শ্লীলতাহানি, পুলিশের সামনেই অভিযুক্তকে গণপিটুনি

ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তারই সুযোগ নিয়ে দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন গ্যাস দিতে আসা ওই ব্যক্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ২২:৪৮
Share:

প্রতীকী ছবি।

বাড়িতে রান্নার গ্যাস দিতে এসে স্কুল ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা! এমনই অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বারাসতের সতীনপল্লি এলাকায়। ঘটনাটি পাড়ায় জানাজানি হতেই পুলিশের সামনে গ্যাস দিতে আসা ওই ব্যক্তিকে এলাকাবাসীরাই গণপিটুনি দেন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তে নাম কায়েম মোল্লা। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। তারই সুযোগ নিয়ে দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে অভব্য আচরণ করেন গ্যাস দিতে আসা ওই ব্যক্তি। অভিযোগ, স্কুল ছাত্রীর হাত ধরে টানাটানি করেন অভিযুক্ত। এতে আতঙ্কগ্রস্ত হয়ে চিৎকার শুরু করে দেয় ওই কিশোরী।

কিশোরী চিৎকার করতেই দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন কায়েম। কিন্তু শেষ রক্ষ হল না। পাড়া-প্রতিবেশীরা তাঁকে ধরে ফেলেন। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশে। এর পর পুলিশের সামনেই গণপিটুনি দিয়ে তাদের হাতে তুলে দেন স্থানীয়েরা।

Advertisement

বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই স্কুল ছাত্রীর পরিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement