Pradhan Mantri Awas Yojana

পঞ্চায়েত সদস্যের পরিবারের একাধিক জনের নাম বাড়ির তালিকায়

দলীয় সূত্রের খবর, মমতাজ বিবি পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়ে জয়ী হন। পরে বোর্ড গঠনের সময়ে তৃণমূলকে সমর্থন করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০৯:৩৬
Share:

—প্রতীকী চিত্র।

আবাস যোজনার নামের তালিকায় পঞ্চায়েত সদস্যের পরিবারের একাধিক জনের নাম থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটি কুলপি ব্লকের ঢোলাহাট পঞ্চায়েতের।

Advertisement

দরিকৌতলা গ্রামের পঞ্চায়েত সদস্য মমতাজ বিবির পরিবারের ন’জনের নাম আবাস যোজনায় উঠেছে বলে অভিযোগ। মমতা, তাঁর ছেলে, ভাইয়ের স্ত্রী, ভাইপো এবং আত্মীয়-স্বজন মিলিয়ে ৯ জনের নাম রয়েছে তালিকায়। এক সদস্যের পরিবারের এত জনের নাম তালিকায় থাকায় দলীয় নেতৃত্বও বিড়ম্বনায় পড়েছেন। অভিযোগে সরব বিরোধীরা।

দলীয় সূত্রের খবর, মমতাজ বিবি পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হয়ে জয়ী হন। পরে বোর্ড গঠনের সময়ে তৃণমূলকে সমর্থন করেন। দলীয় কর্মীদের একাংশের দাবি, ওই পঞ্চায়েত সদস্য এবং যাঁদের নাম আছে, তাঁদের অনেকেরই পাকা বাড়ি রয়েছে। একই দাবি করেছেন বিরোধীরা। যদিও ওই দাবি মানতে চাননি মমতাজ।

Advertisement

তাঁর স্বামী, গ্রামীণ চিকিৎসক মইমুর মিস্ত্রি বলেন, ‘‘২০১৮ সালে আমার তখন কাঁচা বাড়ি ছিল। সে সময়ে তালিকা তৈরি হয়েছিল। আমি এবং আমার ছেলের নাম তালিকায় দেখে বাদ দেওয়ার আবেদন করেছি। কেবলমাত্র ভাইপো এবং ভাইয়ের স্ত্রীর নাম আবাস যোজনায় রয়েছে। বিরোধীরা আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।’’

এ বিষয়ে বিজেপির মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নবেন্দুসুন্দর নস্কর বলেন, ‘‘প্রকৃত গরিব মানুষ ঘর পাচ্ছেন না। এ দিকে, তৃণমূলের যে নেতাদের দোতলা-তিনতলা বাড়ি, তাঁরা গোয়াল ঘর দেখিয়ে আবাস যোজনায় নাম তুলেছেন!’’

কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের প্রতিক্রিয়া, ‘‘ব্লক প্রশাসন থেকে তদন্ত করছে। তবু যদি এ রকম কিছু হয়ে থাকে, প্রশাসন তদন্ত করে দেখুক।’’

কুলপির বিডিও সৌরভ গুপ্ত জানান, এই ব্লকে আবাস যোজনার ১৯ হাজার নামের তালিকা পাঠানো হয়েছে। সেই অনুযায়ী বাড়ি বাড়ি তদন্ত হচ্ছে। এটা চূড়ান্ত তালিকা নয়। এক পঞ্চায়েত সদস্যের পরিবারের একাধিক জনের নাম রয়েছে বলে খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement