বিপন্ন: জয়, ছবি: প্রসেনজিৎ সাহা
এক টাকার কয়েন গলায় আটকে অসুস্থ হয়ে পড়েছে বছর চারেকের জয় পিয়াদা। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ভরতগড় এলাকায়। মঙ্গলবার সন্ধ্যায় জয় তার দাদা দেবার সঙ্গে কয়েন নিয়ে খেলছিল। একটি কয়েন গিলে ফেলে জয়। যন্ত্রণায় কাঁদতে শুরু করে। রাতেই জয়কে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখান থেকে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক্সরে করে দেখা গিয়েছে, গলার নীচের দিকে আটকে রয়েছে কয়েনটি।
শিশুটিকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘রেফার’ করা হয়েছে। সেখান থেকে আবার পাঠানো হয়। নীলরতন সরকার মেডিক্যাল কলেজে। ওষুধ দিয়ে কয়েনটিকে পায়ুদ্বার দিয়ে বের করানোর চেষ্টা করছেন চিকিৎসকেরা। আপাতত বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বাবা-মাকে বলা হয়েছে, দু’দিন শিশুটিকে পর্যবেক্ষণে রাখতে হবে। জয়ের বাবা সনাতন বলেন, “যতক্ষণ না কয়েনটি বের হচ্ছে, ততক্ষণ ও খুব কষ্ট পাচ্ছে। আমরাও দুশ্চিন্তায় আছি।”