পঞ্চায়েত নির্বাচনের আগে দলের যুব সংগঠনে রদবদল শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। তার অংশ হিসেবে দক্ষিণ ২৪ পরগনা জেলার ৫টি ব্লকে যুব তৃণমূল কমিটিতে বদল আনা হল রবিবার। এ দিন ক্যানিঙের বন্ধুমহল ক্লাবের অডিটরিয়ামে জেলা যুব তৃণমূলের সাধারণ সভা হয়। সেখানেই ভাঙড়-১ (এ), ভাঙড়-২, বজবজ-১, কুলতলি, জয়নগর (টাউন) ব্লকের যুব নেতৃত্বে বদল করা হয়েছে।
জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সাংগাঠনিক সুবিধার জন্য ভাঙড়-১ ব্লককে ‘এ’এবং ‘বি’ এই দু’টি ব্লক কমিটিতে ভাগ করা হয়েছে। জয়নগর পুর এলাকাকে নিয়ে আলাদা করে জয়নগর (টাউন) ব্লক কমিটি করা হয়েছে। বাসন্তী, বিষ্ণুপুর-২ এবং মহেশতলা ব্লক কমিটিতে এ দিন রদবদল স্থগিত রাখা হলেও পরে ওই তিনটি কমিটি নতুন করে সাজানো হবে বলে জানানো হয়। বাকি ব্লকগুলিতে পুরনো কমিটিই বহাল রাখা হয়েছে। সভা থেকে ঘোষণা করা হয়, নতুন পদাধিকারীরা আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালাবেন। ২০১৭ সালের জানুযারি মাসে ফের নতুন কমিটি হবে।
দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, গত বিধানসভা ভোটে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে জেলার কয়েকটি এলাকায় আশানুরূপ ফল হয়নি। যুব সংগঠনে রদবদলের সময়ে সেই কথা মাথায় রাখা হয়েছে।
যুব তৃণমূল সভাপতি তথা বিধায়ক সওকত মোল্লা বলেন, ‘‘পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই রদবদল শুরু হয়েছে। সকলকে নিয়ে কাজ করতে হবে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যুব সংগঠনকে রুখে দাঁড়াতে হবে।’’