পঞ্চায়েতে বোর্ড গঠনের নির্দেশ দিল হাইকোর্ট

পঞ্চায়েত ভোটে ১৬টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ আসনে জিতে যায় তৃণমূল। বাকি ৮ আসনে শাসকদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় ভাঙড়ের জমি কমিটি সমর্থিত নির্দল প্রার্থীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

ভাঙড় শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৯ ০১:১৪
Share:

ফাইল চিত্র।

দীর্ঘ টালবাহানার পরে হাইকোর্টের নির্দেশে অবশেষে ভাঙড় ২ ব্লকের পোলেরহাট ২ পঞ্চায়েতের বোর্ড গঠন হতে চলেছে।

Advertisement

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ৩১ জুলাই ওই পঞ্চায়েতের বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সেই নির্দেশিকা পঞ্চায়েতের ১৬ জন সদস্যের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভাঙড় ২ বিডিও কৌশিককুমার মাইতি।

পঞ্চায়েত ভোটে ১৬টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ আসনে জিতে যায় তৃণমূল। বাকি ৮ আসনে শাসকদলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হয় ভাঙড়ের জমি কমিটি সমর্থিত নির্দল প্রার্থীদের। ওই ৮টি আসনের মধ্যে তৃণমূল পায় ৩টি, জমি কমিটি সমর্থিত নির্দল প্রার্থীরা পান ৫টি আসন।

Advertisement

অভিযোগ, জমি কমিটির বাধায় ওই পঞ্চায়েতে দীর্ঘ দিন ধরে বোর্ড গঠন করতে পারছিল না শাসক দল তৃণমূল। প্রশাসক নিয়োগ করে এত দিন কাজকর্ম চলছিল। বোর্ড গঠনের জন্য তৃণমূল নেতা আরাবুল ইসলাম ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্য লিয়াকত বৈদ্য ২৪ জুন হাইকোর্টে আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট ৩১ জুলাই বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে।

আরাবুলের ছেলে তথা ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হাকিমুল ইসলাম বলেন, ‘‘পঞ্চায়েতে আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও জমি কমিটি এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করে বোর্ড গঠনের প্রক্রিয়া বন্ধ করে রেখেছিল। মানুষের রায়কে ওরা মান্যতা না দিয়ে ৫ জন সদস্য নিয়ে বোর্ড গঠনে বাধা সৃষ্টি করছিল। বোর্ড গঠন না হওয়ার ফলে এলাকার সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। হাইকোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি।’’

জমি কমিটির মুখপাত্র অলীক চক্রবর্তী বলেন, ‘‘আমরা ওই রায়ের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছি। ডিভিশন বেঞ্চ যে রায় দেবে, আমরা তা মাথা পেতে নেব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement