বন্ধ থাকল বাস। নিজস্ব চিত্র।
অটো এবং টোটোর সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে কমছে বাসের যাত্রী সংখ্যা। এই পরিস্থিতিতে অটো এবং টোটো চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়ে শুক্রবার রাস্তা অবরোধ করলেন বাস মালিক এবং শ্রমিকেরা।
ঘটনাটি গাইঘাটার পুরন্দপুর এলাকায় স্থানীয় বেড়িগোপালপুর-গোবরডাঙা সড়কে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ চলে। প্রশাসনের কর্তারা সোমবার সব পক্ষকে নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বেড়ি গোপালপুর থেকে বনগাঁ (৯৬-সি) ও বেড়ি গোপালপুর থেকে বারাসত (এমএন-৬) রুটে দীর্ঘদিন ধরেই বাস চলাচল করে। কিন্তু ওই রুটে টোটো এবং অটো চলাচল অত্যধিক বেড়ে যাওয়ায় বাসে যাত্রী কমছে। তৃণমূল পরিচালিত বাস শ্রমিক সংগঠনের সভাপতি সমরেশ বিশ্বাস বলেন, ‘‘দু’টি রুট মিলিয়ে ৫৫টি বাস চলে। শ্রমিক সংখ্যা কমবেশি ২৫০ জন। কিন্তু অটো ও টোটোর জন্য আমাদের লোকসান হচ্ছে। শ্রমিকেরা বেতন দেওয়া যাচ্ছে না।’’ শ্রমিক সংগঠন সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে এই রুটে তিনটি টোটো চলাচল শুরু হয়। এখন সেটি বেড়ে দাঁড়িয়েছে ৩৮টি। অটোর সংখ্যা ৬৫টি।
বাস মালিক সিন্ডিকেটের সম্পাদক গোপালচন্দ্র পালের ক্ষোভ, অটো এবং টোটোর প্রধান রাস্তা ছেড়ে গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করার কথা। কিন্তু এখানে সেটি হচ্ছে না। প্রশাসনের সব স্তরে জানিয়েও লাভ হয়নি। গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ বলেন, ‘‘সব পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে।’’