টুকরো খবর

শুরু হল বিভূতিমেলা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১২৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে বনগাঁর গোপালনগরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মেলা। স্থানীয় হরিপদ ইন্সটিটিউশনের মাঠে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু।

Advertisement
শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪ ০১:২০
Share:

গোপালনগরে শুরু হল বিভূতিমেলা
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর

Advertisement

শুরু হল বিভূতিমেলা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ১২৯ তম জন্মজয়ন্তী উপলক্ষে বনগাঁর গোপালনগরে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই মেলা। স্থানীয় হরিপদ ইন্সটিটিউশনের মাঠে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু। এই উপলক্ষে এ দিন এলাকায় একটি শোভাযাত্রা বের হয়। মেলা উদ্বোধন করে পর্যটনমন্ত্রী সাহিত্যিকের বসত বাড়িটি ঘুরে দেখেন। তাঁর কথায়, “বিভূূতিভূষণ বন্দ্যোপাধায় একজন অমর সাহিত্যিক। তাঁর বসত বাড়িতে এসে ভাল লাগছে।


শিল্পীকে শ্রদ্ধা মন্ত্রীর।—নিজস্ব চিত্র।

Advertisement

তবে বাড়িটি আরও সংস্কারের প্রয়োজন। সংশ্লিষ্ট দফতরে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে।” মেলার অন্যান্য দিনে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। এ বারে এই মেলা ২১ বছরে পা দিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য ও জীবন চেতনা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতেই এই মেলার আয়োজন করা হয় বলে জানান মেলা কমিটির যুগ্ম সম্পাদক দীপক চট্টোপাধ্যায়।

এজেন্ট-আমানতকারীদের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী

থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিভিন্ন অর্থলগ্নি সংস্থার এজেন্ট ও আমানতকারীরা। মঙ্গলবার দুপুরে বাসন্তী ব্রিজের কাছ থেকে মিছিল করে এসে বাসন্তী থানার সামনে তাঁরা এই কর্মসূচি পালন করেন। অল বেঙ্গল চিটফান্ড ডিপোজিটরস অ্যান্ড এজেন্টস ফোরাম-এর আহ্বানে এই উদ্যোগ। পরে থানায় স্মারকলিপিও জমা দেন আন্দোনকারীরা। তাঁদের দাবি, অর্থলগ্নি সংস্থাগুলির ক্ষতিগ্রস্ত আমানতকারীদের সুদ-সহ সমস্ত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং আত্মহত্যাকারী এজেন্টদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়াও, অর্থলগ্নি সংস্থাগুলিকে বেআইনি ঘোষণা করারও দাবি জানান তাঁরা। ফোরামের সভাপতি বিশ্বজিত্‌ পুরকাইত, এজেন্ট উত্তম দেবনাথ বলেন, “আমরা গরিব বেকার যুবক। পেটের দায়ে বিভিন্ন অর্থলগ্নি সংস্থার দ্বারা প্রভাবিত হয়ে আমানতকারীদের কাছ থেকে টাকা তুলে তাদের দিয়েছিলাম। এই সমস্ত সংস্থা এখন রাতারাতি বন্ধ হয়ে যাওয়ায় আমরা এখন বিপদে পড়েছি। প্রতি নিয়ত আমানতকারীদের হাতে হেনস্থা হচ্ছি। থানায় অভিযোগও নেওয়া হচ্ছে না। সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

পাইপগান উদ্ধার, গ্রেফতার ২ জন
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং

আগ্নেয়াস্ত্র-সহ ২ জনকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের রাজাপুরের কাছে। পুলিশ জানিয়েছে, ধৃত বাপি লস্কর ও মোশারেফ মোল্লা ঘুটিয়ারি শরিফ এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে দু’টি পাইপগান উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে ক্যানিং থানার একটি টহলদার গাড়ির পুলিশ ওই এলাকার সমস্ত গাড়ির তল্লাশি চালাচ্ছিল। তা দেখে মোটরবাইকে সওয়ার ওই দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ঘুটিয়ারিশরিফ এলাকায় তারা জমির দালালি করে। তবে আগ্নেয়াস্ত্র নিয়ে কেন ঘুরছিল, পুলিশ তা খতিয়ে দেখছে।

সুন্দরবনে গিয়ে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কুলতলি

সুন্দরবন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে লঞ্চেই মৃত্যু হল এক পর্যটকের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কুলতলির সুন্দরবন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম পরিতোষ মণ্ডল (৪৫)। বাড়ি সোনারপুরে পাঁচপোতা গ্রামে। পুলিশ জানায়, সোমবার সকালে ওই এলাকা থেকে ১৫-২০ জনের একটি দল বেড়াতে গিয়েছিল সুন্দরবনে। দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়েন পরিতোষবাবু। সেখান থেকে তাঁকে জামতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্‌সকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে।

গুলিতে নিহত

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল দুষ্কৃতীর। মঙ্গলবার বিকেলে কাঁকিনাড়ার রেলওয়ে সাইডিংয়ের ৫ নম্বর গলির ঘটনা। পুলিশ জানায়, নিহতের নাম মহম্মদ জামালউদ্দিন (২৮)। রাস্তার ধারে বসে তাস খেলছিল সে। জনা চারেক দুষ্কৃতী বাইকে এসে তাকে কাছ থেকে মাথায় গুলি করে। জামালের নামেও নানা অভিযোগ আছে। সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়েছিল।

শাসনের পথে বেআইনি মাটি বোঝাই ট্রাক।

পেশোয়ার কাণ্ডের প্রতিবাদে মৌনী মিছিল বনগাঁয়। মঙ্গলবার ছবিটি তুলেছেন নির্মাল্য প্রামাণিক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement