টুকরো খবর

মাদক বিক্রি-সেবন এবং জুয়া খেলার বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধল হাড়োয়ার শ্যামলা বাজারে। বুধবার এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন। পুলিশ জানিয়েছে, আহতদের বারাসত ও হাড়োয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৪ ০১:০১
Share:

হাড়োয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৬

Advertisement

নিজস্ব সংবাদদাতা • হাড়োয়া

মাদক বিক্রি-সেবন এবং জুয়া খেলার বিরুদ্ধে প্রতিবাদ করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধল হাড়োয়ার শ্যামলা বাজারে। বুধবার এই ঘটনায় আহত হয়েছেন ৬ জন। পুলিশ জানিয়েছে, আহতদের বারাসত ও হাড়োয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দু’পক্ষই পুলিশে অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েতের মহিষটিকারি গ্রামে একটি স্কুলের পাশে এক সাধু গাঁজা বিক্রি করে বলে অভিযোগ। সেখানে বহিরাগত দুষ্কৃতীরাও যাতায়াত করে। ওই একই জায়গায় জুয়া খেলা হয় বলেও অভিযোগ। তা নিয়ে মাঝে মাঝেই দুষ্কৃতীদের মধ্যে গণ্ডগোল বাধে। গত সোমবার রাতে গাঁজার আসরেই মাদক বিক্রি বন্ধ করা নিয়ে শেখ আনসার নামে এক ব্যক্তির সঙ্গে বচসা বাধে সুফিয়ান খানের। এরা দু’জনেই স্থানীয় বাসিন্দা। আনসারই গ্রামে মাদক বিক্রি, জুয়ার ঠেক চালাচ্ছে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার এলাকায় বোমাবাজি হয়। এ দিন আবার দু’পক্ষের সংঘর্ষ বাধে। গুলিও চলে বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে আনসার।

Advertisement

দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু মগরাহাটে

গাড়ির ধাক্কায় প্রাণ গেল অষ্টম শ্রেণির এক ছাত্রীর। জখম হয়েছেন তার তিন সহপাঠী। বুধবার বেলা দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে মগরাহাটের মাগুরপুকুর-চাকদা রোডের আমড়াতলা মোড়ের কাছে। পুলিশ জানায়, আমড়াতলা হাইস্কুলের চার ছাত্রছাত্রী এ দিন পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিল। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট গাড়ি তাদের ধাক্কা মেরে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে। জখম চার জনকে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। চিকিৎসকেরা টিনা মাখালকে (১৪) মৃত বলে ঘোষণা করেন। বাকি চার জনের চিকিৎসা চলছে। টিনার বাড়ি কাছেই কামারপুকুরে। দুর্ঘটনার পরে চালককে গ্রেফতার করেছে পুলিশ। গাড়িটি আটক করা হয়েছে।

অশোকনগরে ফুটবল টুর্নামেন্ট।

রস-চোর। বনগাঁয় সুদীপ ঘোষের তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement