নিমদাঁড়িয়া-কোদালিয়া থেকে রামনগর
নতুন রাস্তার কাজ শুরু বসিরহাটে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বসিরহাটের নিমদাঁড়িয়া-কোদালিয়া থেকে রামনগরের মধ্যে পিচ-পাথরের রাস্তা তৈরির কাজ শুরু হল। তার শিলান্যাস করতে এসে বসিরহাটের সাংসদ ইদ্রিস আলি সাংসদ তহবিল থেকে ১৫ লক্ষ টাকা গ্রামের উন্নয়নের জন্য দেন। কাজ শুরুর ঘোষণা করে তিনি জানান, সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে প্রায় সাড়ে আট কিলোমিটার এই রাস্তা হলে বহু মানুষ উপকৃত হবেন। ফতুরহাটি গ্রামের হিজলা খালের সেতুর কাছে এই উপলক্ষে এক জনসভায় জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী বলেন, “প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার নিয়ম অনুসারে রাস্তার জন্য জমির প্রয়োজন পড়লে তা নিঃশর্ত ভাবে গ্রামবাসীদের দিতে হবে। এ জন্য কোনও আর্থিক সাহায্য মিলবে না। যেহেতু তাঁদেরই সুবিধার জন্য রাস্তা তৈরি করা হচ্ছে।” উপস্থিত প্রখ্যাত ফুটবলার তথা তৃণমূল নেতা দীপেন্দু বিশ্বাস বলেন, “আগামী ন’মাসের মধ্যে রাস্তার কাজ শেষ করে চলাচলের যোগ্য করে তুলতে হবে। সে জন্য দলাদলি ভুলে সকলের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই কাঙ্খিত।” এই রাস্তাটির কাজ শেষ হলে বসিরহাট ১ ব্লকের নিমদাঁড়িয়া-কোদালিয়া, শাঁকচুড়ো-বাগুন্ডি এবং পিঁফা এই তিনটি পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। গ্রামবাসীরা জানান, তাঁদের আর রাস্তার মাঝে উঁচু হয়ে ওঠা ইটে হোঁচট খেতে হবে না। পাকা রাস্তা হলে টাকি এবং বসিরহাট শহরের হাট-বাজার সহ হাসপাতাল এবং সরকারি দফতরে যাওয়াও অনেকটা সহজ হবে। স্থানীয় তৃণমূল নেতা সিরাজুল ইসলাম বেশে জানান, জেলাপরিষদের উদ্যোগে তৈরি রাস্তাটি দু’পাশে ফুটপাথ ধরে ২৫ ফুট চওড়া করা হবে।
বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ ব্লক অফিসে
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা
গাইঘাটা ব্লকের শিমুলপুর পঞ্চায়েতের কয়েকশো মানুষ একশো দিনের কাজ প্রকল্পে কাজ করেছিলেন কয়েক মাস আগে। অথচ তাঁরা সেই কাজের টাকা হাতে পাননি। পঞ্চায়েতকে জানিয়েও ফল মেলেনি বলে অভিযোগ। টাকার দাবিতে এ বার আন্দোলন শুরু করলেন শ্রমিকেরা। বুধবার দুপুরে শ্রমিকেরা গাইঘাটার বিডিও পার্থ মণ্ডলের অফিসে গিয়ে তাঁর ঘরে ঢুকে পড়েন। সেখানেই শুরু হয় অবস্থান-বিক্ষোভ। স্মারকলিপিও দেওয়া হয়। শান্তি দাস, মহাদেব তরফদার, বীণা মণ্ডলরা জানান, ফেব্রুয়ারি ও জুলাই মাসে একশো দিনের প্রকল্পে কাজ করেছিলেন। কিন্তু এখনও টাকা পাননি। অনেকেই চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। রবি সরকার নামে এক জন বললেন, “বাড়িতে মা অসুস্থ। মজুরির টাকা না পেয়ে সুদে টাকা ধার করে মায়ের চিকিত্সা করাতে হচ্ছে।” স্থানীয় মহিষাকাটি এলাকার বাসিন্দা মহাদেব তরফদার জানালেন, ধারদেনা করে সংসার চালাতে হচ্ছে। পঞ্চায়েত দিচ্ছি-দেব করে দেরি করছে। মাঠে কাজ নেই। অন্য কাজও পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা। বিডিও বলেন, “জেলাশাসক পনেরো দিনের মধ্যে টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন।” এ কথা জানার পরে অবস্থান তুলে নেওয়া হয়।” পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ধ্যানেশ নারায়ণ গুহ বলেন, “শুধু শিমুলপুর পঞ্চায়েত এলাকাতেই নয়, গোটা গাইঘাটা ব্লকেই শ্রমিকেরা একশো দিনের কাজ করে টাকা পাচ্ছেন না। মোট ৮৮ লক্ষ টাকা বকেয়া পড়ে আছে।” কেন্দ্র টাকা দিচ্ছে না বলে তাঁর অভিযোগ।
তৃণমূল নেতা খুনে গ্রেফতার আরও ১
নিজস্ব সংবাদদাতা • হাড়োয়া
হাড়োয়ায় তৃণমূল নেতাকে খুনের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, আখের আলি বৈদ্য নামে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের ওই ব্যক্তি বিজেপি নেতা। মঙ্গলবার রাতে তাঁকে হাড়োয়ার খাড়ুবালা গ্রাম থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই নিয়ে দেগঙ্গার তেলিয়া গ্রামের তৃণমূলের অঞ্চল কমিটির নেতা মহিবুল্লা আলি মোল্লাকে খুনের ঘটনায় দু’জন ধরা পড়ল। বুধবার আখেরকে বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হয়। তিনি নিজেকে নির্দোষ বলেই দাবি করেছে। বিজেপি আবার দাবি করেছে, আখের তাদের দলের কেউ নয়। পুলিশ জানিয়েছে, গত ১৮ অক্টোবর নিখোঁজ হন মহিবুল্লা। ওই রাতেই তাঁর ক্ষতবিক্ষত দেহ হাড়োয়ার খাড়ুবালা পঞ্চায়েতের মোড়লহাটা এবং নেটুরহাটি গ্রামের মাঝে মেছোভেড়ি এলাকার একটি কার্লভার্টের তলা থেকে উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে হাড়োয়ার কুলটি গ্রাম থেকে তরিকুল মোল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, তরিকুলকে জেরা করে আখের আলির নাম জানা যায়। আরও জানা যায়, ভাড়াটে গুণ্ডাদের এনে পরিকল্পনামাফিক ফোন করে মহিবুল্লাকে বাড়ি থেকে ডেকে এনেছিলেন আখের।
বনগাঁয় যাত্রা প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
পালা তখন জমজমাট।
কালীপুজো উপলক্ষে বনগাঁ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে তিন দিনের যাত্রা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। মূল অনুষ্ঠান চলেছে ২৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত। যাত্রা প্রতিযোগিতায় ‘বাদশার ফাঁদে রায়বাঘিনি কাঁদে’, বোবা ভগবান বোকা শয়তান’, আজ কাকলির বিয়ে পালা পরিবেশিত হয়েছে। বহু মানুষ ভিড় করেছিলেন। যাত্রা প্রতিযোগিতার পাশাপাশি বাজি প্রদর্শনী, বিচিত্রানুষ্ঠান-সহ নানা বিনোদনের আয়োজন করা হয়েছিল। বলে জানান নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বিশ্বজিত্ বসু।
স্কুলের সুবর্ণজয়ন্তী
নিজস্ব সংবাদদাতা • বাদুড়িয়া
বাদুড়িয়ার ‘পিয়াড়া তেঘরিয়া হাইস্কুল’-এ দু’দিন ব্যাপী সুবর্ণজয়ন্তীবর্ষ উদযাপন হল সম্প্রতি। উপস্থিত ছিলেন সাংসদ ইদ্রিস আলি, প্রধান শিক্ষক অনুপম দে প্রমুখ। ছাত্রছাত্রীদের আবৃত্তি, নাচ, সঙ্গীত, নাটক, মূকাভিনয় দর্শকদের মুগ্ধ করে। কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন ইদ্রিস। স্কুলের উন্নয়নের জন্য ৪ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
অফিস ঘেরাও
সীমান্তবর্তী এলাকায় গরুপাচার, চোরাচালান, অনুপ্রবেশ বন্ধের দাবিতে এ বার সরব হল যুব কংগ্রেস। বুধবার দুপুরে বারাসতে উত্তর ২৪ পরগনার জেলাশাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান শ’পাঁচেক যুব কংগ্রেস কর্মী। জেলা কংগ্রেস সভাপতি অসিত মজুমদার-সহ দলের নেতা-কর্মীরাও অনেকে তাতে সামিল হন। জেলা যুব কংগ্রেস সভাপতি অরিন্দম ভট্টাচার্য বলেন, “শুধু সীমান্তবর্তী এলাকার সমস্যা নয়, বারাসত-কামদুনি-সহ নানা জায়গায় নারী নির্যাতনের ঘটনায় মহিলাদের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এ সবের প্রতিকার চাই।”
সোনার বিস্কুট উদ্ধার, ধৃত ১
স্বরূপনগর সীমান্তের বিথারি গ্রাম থেকে সোনার বিস্কুট-সহ এক দুষ্কৃতীকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। দহরখান্দা গ্রামের বাসিন্দা নজরুল দফাদার নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, তার কাছ থেকে ১ কেজি ১০ গ্রাম ওজনের সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার বাজার দর সাড়ে ২৫ লক্ষ টাকারও বেশি। বুধবার নজরুলকে বসিরহাটের এসিজেএম আদালতে তোলা হয়। পুলিশ ও বিএসএফ সূত্রের খবর, গত কয়েক মাস ধরে স্বরূপনগর সীমান্ত দিয়ে গরুর বিনিময়ে বাংলাদেশ থেকে সোনার বিস্কুট এ পাড়ে আনা হচ্ছে। নজরদারিও বাড়ানো হচ্ছে।
মন্দিরবাজারের বড়পোল মোড়ের কাছে শরিফনগর দাওয়াতুল হক্ক মাদ্রাসার পক্ষ থেকে মঙ্গলবার মহরম উপলক্ষে
জন সাধারণকে ছোলা, সরবত খাওয়ানো হল। জনা বারো স্বেচ্ছাসেবক সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত
পথচলতি মানুষের হাতে সে সব তুলে দেন। গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদেরও খাওয়ানো হয়েছে। ছবি: দিলীপ নস্কর।
বারাসতে যুব কংগ্রেসের বিক্ষোভ।