পুলিশকে নিগ্রহে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
বধূ নির্যাতনে অভিযুক্তের খোঁজে যাওয়া এক পুলিশকর্মীকে মারধরের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল দেগঙ্গা থানার পুলিশ। তাঁর নাম বাবলু শেখ মণ্ডল। তাঁর সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেগঙ্গা থানার এক অফিসার সোমবার সন্ধ্যায় স্থানীয় বিশ্বনাথপুর গ্রামে গিয়েছিলেন বধূ নির্যাতনের ঘটনায় এক অভিযুক্তের বাড়িতে। ওই ব্যক্তি বাড়ি না থাকায় পুলিশ ফিরে আসে। রাত সাড়ে ৮টা নাগাদ ওই অফিসার থানার সামনে টাকি রাস্তার পাশে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। সে সময়ে ১০-১২ জন যুবকের একটি দল সেখানে এসে অফিসারের উদ্দেশ্য অশালীন মন্তব্য করে। কেন তিনি তদন্তে গিয়েছিলেন, তা নিয়ে কটূ কথা বলে। অভিযোগ, কয়েক জন যুবক ওই পুলিশকর্মীর গায়ে হাত তোলে। তত ক্ষণে চিত্কার-চেঁচামেচিতে থানা থেকে পুলিশকর্মীরা বেরিয়ে এসেছেন। ওই যুবকেরা পালায়। পুলিশ তাড়া করে স্থানীয় পালপাড়ার কাছে মদ্যপ অবস্থায় থাকা এক জনকে ধরে ফেলে।
বিজেপিতে যোগ বনগাঁয়
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ
সিপিএম ও তৃণমূল থেকে কয়েক শো কর্মী তাঁদের দলে যোগ দিলেন বলে দাবি করলেন বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার বনগাঁয় ধর্মপুকুরিয়ায় বিজেপি-র এক সভা হয়। ধর্মপুকুরিয়া ও ট্যাংরা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে অনেকে বিজেপিতে এলেন বলে দাবি দলের নেতাদের। এ দিকে তৃণমূল থেকে বিজেপিতে কেউ যোগ দেয়নি বলে দাবি জেলা যুব তৃণমূলের কার্যকরী সভাপতি বিশ্বজিত্ দাসের।
কিশোরের ঝুলন্ত দেহ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল বসিরহাটের ইটিন্ডায়। পুলিশ জানিয়েছে, স্বরূপনগরের তারালি গ্রামের বাসিন্দা ছেলেটির নাম শৌভিক মণ্ডল (১৫)। মঙ্গলবার সকালে ইটিন্ডার একটি গ্যারেজ ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি, শৌভিককে খুন করা হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
ধর্ষণের চেষ্টা, পলাতক যুবক
নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠলো প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের ইটিন্ডায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মুকুল ইসলামের বাড়ি হাড়োয়ায়। বৈবাহিক সূত্রে বর্তমানে সে ইটিন্ডাতে থাকে। চতুর্থ শ্রেণিতে পড়া ওই নাবালিকাকে জোর করে ধরে জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার সময়ে মেয়েটির চিত্কারে গ্রামবাসীরা তাড়া করলে এলাকা ছেড়ে পালায় মুকুল। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাত ৮টা নাগাদ বাড়ির কাছে দোকানে ওষুধ কিনতে যাচ্ছিল মেয়েটি। মুকুল সম্পর্কে তার জামাইবাবু। অভিযোগ, সে মেয়েটির পথ আটকায়। মেয়েটি কিছু বুঝে ওঠার আগে তার মুখ চেপে ধরে রাস্তার পাশে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মুকুল। টানা-হেঁচড়ার সময়ে মুখ থেকে হাত সরে গেলে মেয়েটি চিত্কার করে। যা শুনে বাজারের লোক জড়ো হয়ে যায়। বেগতিক বুঝে পালায় মুকুল। টানা-হেঁচড়ায় মেয়েটির হাত-পা ছড়ে যায়। চিকিত্সার জন্য তাকে বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।