টুকরো খবর

এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগে পুরনো হেলেঞ্চা এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম অপু মণ্ডল ওরফে কালা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কয়েকদিন ধরে ওই যুবক স্থানীয় এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। ঘটনাটি জানাজানি হওয়ায় ওই তরুণীর পিসি আপত্তি জানান। তাঁর সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটিও হয়। শনিবার রাস্তায় একা পেয়ে ওই যুবক তাঁর উপর ভোজালি নিয়ে চড়াও হয়।

Advertisement
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৪ ০১:৪৭
Share:

মহিলার গলায় কোপ, ধৃত এক

Advertisement

নিজস্ব সংবাদদাতা • বাগদা

এক মহিলাকে খুনের চেষ্টার অভিযোগে পুরনো হেলেঞ্চা এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত ওই যুবকের নাম অপু মণ্ডল ওরফে কালা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কয়েকদিন ধরে ওই যুবক স্থানীয় এক তরুণীকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল। ঘটনাটি জানাজানি হওয়ায় ওই তরুণীর পিসি আপত্তি জানান। তাঁর সঙ্গে ওই যুবকের কথা কাটাকাটিও হয়। শনিবার রাস্তায় একা পেয়ে ওই যুবক তাঁর উপর ভোজালি নিয়ে চড়াও হয়। গলায় পর পর কোপ মারতে থাকে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন স্থানীয় এক যুবকও। আহত ওই মহিলাকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর গলায় ১১টি সেলাই পড়েছে। অভিযোগ পেয়ে পুলিশ রবিবার ওই যুবককে গ্রেফতার করে।

Advertisement

জামিনের জন্য মিথ্যা তথ্য আদালতকে

নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ

মিথ্যা সওয়াল করে এক অভিযুক্তকে জামিনে ছাড়ানোর ঘটনায় উষ্মা প্রকাশ করলেন বিচারক। শুক্রবার কাকদ্বীপ আদালতের ঘটনা। পুলিশ জানিয়েছে, বধু নির্যাতনের অভিযোগে কাকদ্বীপের বুদ্ধুপুর গ্রামের উত্তম সাঁতরাকে গত ২২ জুলাই গ্রেফতার হয়। তাকে কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক তার ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন। তারপর থেকেই ডায়মন্ড হারবার সংশোধনাগারে ছিল ওই যুবক। শুক্রবার দুপুরে কাকদ্বীপের ভরা আদালতে তাঁর আইনজীবী বিচারককে জানান, উত্তমের মা মারা গেছেন। তার জামিনের জন্য আবেদন করেন তিনি। সে কথা শুনে বিচারক জামিন মঞ্জুর করেন। পরে জানা যায়, ওই তথ্য মিথ্যা। পুলিশ জানয়েছে, বিষয়টি আমাদের কানে এসেছে।

গাইঘাটায় প্রতারককে গ্রেফতার করল আন্দামানের পুলিশ

নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা

প্রায় কুড়ি লক্ষ টাকা আত্মসাৎ ও প্রতরনার অভিযোগে গাইঘাটায় এসে এক ব্যক্তিকে ধরল আন্দামানের আবেরদিন থানার পুলিশ। শুক্রবার রাতে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশের সহযোগিতায় গাইঘাটার ঠাকুরনগরের চিকনপাড়া এলাকা থেকে তাকে ধরা হয়। শনিবার বনগাঁ আদালতে তাকে তোলা হলে ট্রানজিট রিমাণ্ডে তাকে আন্দামানে নিয়ে যাওয়া হয়েছে। আবেরদিন পুলিশ জানায়, ওই ব্যক্তি আন্দামানে গীতাঞ্জলি নামে একটি অর্থলগ্নি সংস্থা খুলে অনেকের কাছ থেকে টাকা তুলে গাইঘাটায় পালিয়ে আসে।

নাবালিকা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার

প্রায় দু’মাস ধরে নিখোঁজ থাকা এক নাবালিকাকে শনিবার বিহার থেকে উদ্ধার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ। স্থানীয় কামারপোল গ্রামের বাসিন্দা ওই নাবালিকাকে রবিবার ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক তাকে হোমে পাঠানোর জন্য নির্দেশ দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে নাচের অনুষ্ঠান করার জন্য ওই নাবালিকা বিহারে গিয়েছিল। সেখান থেকে বাড়িতে নিয়মিত টাকাও পাঠাত। কিন্তু কিছুদিন ধরে টাকা পাঠানো বন্ধ থাকায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তাঁরা থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

চালের লরি আটক

নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার

বৈধ কাগজ-পত্র দেখাতে না পারায় দু’টি চাল বোঝাই লরি আটক করল ডায়মন্ড হারবার পুলিশ। শনিবার রাতে ডায়মন্ড হারবার জেটিঘাট মোড়ের ঘটনা। রায়দিঘি থেকে ওই দু’টি লরি কলকাতার দিকে যাচ্ছিল। গ্রেফতার করা হয় লরির চালক প্রতাপ দাস ও খালাসি দিলীপ মল্লিককে। বাজেয়াপ্ত করা হয় ৬০০ বস্তা চালও। রবিবার ডায়মন্ড হারবার আদালতে ধৃতদের জামিন হয়েছে। পুলিশের অনুমান, ওই লরি দু’টিতে বিপিএল ভর্তুতির চাল পাচার করা হচ্ছিল।

বাজারে সরবরাহ থাকলেও কাঁচালঙ্কার দাম আগুন। পুরশুড়ার সোদপুরে পাইকারি বাজারে মোহন দাসের তোলা ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement