পলাতক বন্দি গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • ঢোলাহাট
পলাতক বন্দিকে ফের গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ঢোলাহাটের ফেরিঘাট থেকে সাদ্দাম গায়েন নামে ওই ব্যক্তিকে ধরা হয়। ২৭ ফেব্রুয়ারি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে মারধরের অভিযোগে সাদ্দামকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ জানায়। ওই ব্যক্তির বাড়ি ৫ নম্বর ভেড়ি পিপড়েখালি গ্রামে। শনিবার ধৃতকে ডায়মন্ড হারবার জেলে নিয়ে যাওয়ার পথে কুলপি করঞ্জলি মোড় থেকে সে পালায়েছিল।
আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট
আগ্নেয়াস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল বসিরহাট পুলিশ। শনিবার রাতে ভ্যাবলা স্টেশনপাড়ার এক মাঠ থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম মহিদ গাজি এবং সিরাজুল গাজি। মহিদের বাড়ি বারাসত কাজিপাড়ায়। সিরাজুল দেগঙ্গার বাসিন্দা। এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে কয়েক জন ভ্যবলা স্টেশনের কাছে একটি মাঠে জড়ো হয়েছে বলে পুলিশ জানতে পারে। পুলিশ গিয়ে দুই জনকে ধরে।
পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ
নিজের ঘর থেকে গলায় ওড়নার ফাঁস দেওয়া এক মাধ্যমিক পরীক্ষার্থীর দেহ উদ্ধার হল। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাবরা থানার পশ্চিম কামারথুবা এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সিমি দেওয়ান (১৫)। দেহটি ময়না তদন্তের জন্য বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রের খবর, সিমি স্থানীয় হাটথুবা কালীবালা কন্যা বিদ্যাপীঠের ছাত্রী। তার পরীক্ষার সিট পড়েছিল কামারথুবা বিবেকানন্দ বিদ্যাপীঠে। মা কাননদেবী একটি প্লাস্টিকের ব্যাগ তৈরির কারখানায় কাজ করেন। বাবা সুভাষবাবু কর্মসূত্রে বাইরে থাকেন। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ কাননদেবী বাড়ি ফিরে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে স্থানীয় কয়েকজনকে ডেকে আনেন। দরজা ভেঙে দেখা যায় ঘরে গলায় ওড়না জড়িয়ে ঝুলছে সিমি। হাবরা স্টেট জেনারেল হাসপাতলে নিয়ে গেলে তাকে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। কাননদেবীর অভিযোগ, স্থানীয় এক বিবাহিত যুবক তাঁর মেয়েকে প্রায়ই বিরক্ত করত। কুপ্রস্তাব দিত। এ দিন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় ওই যুবক সিমিকে জোর করে টেনে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। ওই অপমানেই মেয়ে আত্মঘাতী হয়েছে বলে তাঁর দাবি। পুলিশের কাছে এই মর্মে অভিযোগও দায়ের করেছেন তিনি। পড়শিদেরও অনেকে জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে সিমির সম্পর্ক ছিল। যা নিয়ে মায়ের সঙ্গে সিমির ঝগড়াও হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃত দুই দুষ্কৃতী
রাতে অভিযান চালিয়ে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবরা থানার পুলিশ। শনিবার শ্রীচৈতন্য কলেজের হস্টেলের মাঠ থেকে তাদের ধরা হয়। ধৃতদের কাছ থেকে হাঁসুয়া, লোহার রড ও দা উদ্ধার করে পুলিশ। ধৃতদের নাম বিশ্বনাথ সরকার ও বুবান দাস। বিশ্বনাথের বাড়ি অশোকনগর থানার তিন নম্বর রেল কলোনি এলাকায়। বুবান কামারথুবার বাসিন্দা। পুলিশের দাবি, জেরায় ধৃতরা জানিয়েছে তারা ডাকাতির উদ্দেশে জড়ো হয়ে।
ধর্ষণের চেষ্টা
কাজে যাওয়ার পথে এক বিধবা মহিলাকে জোর করে কলাবাগানে নিয়ে গিয়ে মারধর করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার ভোরে ঘটনাটি ঘটে গাইঘাটায়। তিনি বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জহর আলি মণ্ডল পলাতক।