টুকরো খবর

ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধের মাথায় গুলি চালিয়ে খুন করে পালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটে স্বরূপনগরের পূর্ব পোলতা গ্রামে। পুলিশ জানায়, নিহতের নাম সিরাজুল মণ্ডল (৬৪)। রবিবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠায়।

Advertisement
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৩৪
Share:

স্বরূপনগরে গুলি করে খুন ঘুমন্ত বৃদ্ধকে

Advertisement

নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর

ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধের মাথায় গুলি চালিয়ে খুন করে পালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটে স্বরূপনগরের পূর্ব পোলতা গ্রামে। পুলিশ জানায়, নিহতের নাম সিরাজুল মণ্ডল (৬৪)। রবিবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে ওই বৃদ্ধকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিরাজুল চাষবাস করতেন। একটা ভাঙাচোরা ঘরে একাই থাকতেন। তাঁর একমাত্র ছেলে সোনা মণ্ডল পরিবার নিয়ে কিছুটা দূরে অন্য একটি ঘরে থাকেন। এ দিন সকালে মাঠে কাজে যাওয়ার জন্য বাবাকে ঘুম থেকে উঠতে না দেখে সন্দেহ হওয়ায় তাঁকে ডাকতে আসেন ছেলে। তিনি দেখেন, রক্তে ভেসে যাচ্ছে ঘর। মাথায় টুপি পরা এবং লেপ মুড়ি দেওয়া অবস্থায় পড়ে আছে বাবার নিথর দেহ।

Advertisement

সম্প্রীতি ম্যাচে জয়ী বিডিও একাদশ
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট

সম্প্রতি পঞ্চায়েত ও প্রশাসনের উদ্যোগে বিডিও একাদশ এবং ওসি একাদশ সম্প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে জিতল বিডিও একাদশ। মগরাহাটের বাঁকিপুর ঈদগাহ মাঠে ওই খেলার আয়োজন করা হয়েছিল। প্রথমে ব্যাট করে বিডিও একাদশ ১৪ ওভারে ৭ উইকেটে ২০২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ওসি একাদশ ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। সর্বোচ্চ ৬৯ রান করেন চ্যাম্পিয়ন হন দলের মধুসূধন মণ্ডল। বিডিও খোকনচন্দ্র বালা ১১ এবং ওসি অশোকতরু মুখোপাধ্যায় ২৫ রানে আউট হয়ে যান। ম্যাচের পরে জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মহকুমাশাসক (ডায়মন্ড হারবার) শান্তনু বসু এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন মগরাহাট-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি খইরুল হক লস্কর।

স্কুলের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং

২৩টি জুনিয়ার হাইস্কুলের উদ্বোধন করলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। শনিবার দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি এই স্কুলগুলির উদ্বোধন করেন। পাশাপাশি ওই দিনই তিনি ১৭৮ জনকে জমির পাট্টা দেন এবং একটি হাইমাচ টাওয়ার লাইট উদ্বোধন করেন। এ দিন এখানে উপস্থিত ছিলেন তৃণমূলের ক্যানিং ২ ব্লক সভাপতি সওকত মোল্লা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবু তাহের সর্দার, জেলার তৃণমূলের সহ-সভাপতি শক্তি মণ্ডল-সহ অন্যান্যরা।

তালদিতে শিশু উত্‌সবের একটি মুহূর্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement