জেলা সভানেত্রী আলোরানি সরকার —নিজস্ব চিত্র।
বীরভূমের পর এ বার উত্তর ২৪ পরগনায় ভাইরাল হল তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা। সেই তালিকার তলায় সই রয়েছে দলের জেলা নেতৃত্বের। যদিও তৃণমূলের পক্ষ থেকে এ ধরনের কোনও তালিকার কথা অস্বীকার করা হয়েছে।
কয়েকদিনের মধ্যেই আসন্ন পুরভোটের দলের প্রার্থী তালিকা প্রকাশিত হবে। তার আগেই বনগাঁ পৌরসভার ২২ টি ওয়ার্ডের প্রার্থী তালিকা নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই প্রার্থী তালিকায় জেলা সভানেত্রী আলোরানি সরকার ও বনগাঁ শহর সভাপতি দিলীপ দাসের স্বাক্ষর ও সিলও রয়েছে ।
তবে এই ধরনের কোনও তালিকার কথা অস্বীকার করেছেন জেলা তৃণমূল সভানেত্রী আলোরানি সরকার। তিনি বলেন, ‘‘এই তালিকা আমার নয়। নানা সময় আমরা বিভিন্ন জায়গায় সই করে থাকি। সেই সই ব্যবহার করে কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই কাজ করেছে।’’ প্রায় একই বক্তব্য দলের শহর সভাপতি দিলীপ দাসের।
দলের উচ্চ নেতৃত্বের কাছে এই বিষয়টি নিয়ে তাঁরা অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন আলোরানি।