BJP

নৈহাটিতে বিজেপির ২ অফিস ও কর্মীর বাড়িতে হামলার অভিযোগ

গরিফা বিজেপির দলীয় অফিসে ৩ বার আক্রমণ চালানো হল বলে অভিযোগ বিজেপির কর্মীদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০ ২০:৪৪
Share:

নৈহাটিতে বিজেপি অফিসে হামলা। নিজস্ব চিত্র।

নৈহাটিতে বিজেপির ২টি কার্যালয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গরিফা এবং মালঞ্চ এলাকায় বিজেপির অফিসে এই হামলা চালানো হয়। গরিফায় পার্টি অফিসে বোমা ছোড়া হয়। পুড়ে গিয়েছে অফিসের কিছু অংশ। মালঞ্চর অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।

Advertisement

গরিফা বিজেপির দলীয় অফিসে ৩ বার আক্রমণ চালানো হল বলে অভিযোগ বিজেপির কর্মীদের। এ ছাড়াও গণেশ ঘোষ নামে এক বিজেপি কর্মীর বাড়িতেও বোমা ছোড়ে দুষ্কৃতীরা। পার্টি অফিস এবং কর্মীর বাড়িতে হামলার জন্য বিজেপির অভিযোগের তির তরফে তৃণমূলের দিকে।

স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, এলাকায় তাঁদের সংগঠন বাড়ছে। সেই কারণেই শাসক দল এমন পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি দাবি, বিজেপি কর্মীদের নিজেদের মধ্যে গোলমালের বহিঃপ্রকাশের ফল এগুলি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement