ফাইল চিত্র।
মেস বাড়িতে নার্সিং পড়ুয়ার রক্তাক্ত দেহ উদ্ধার হল উত্তর ২৪ পরগনার অশোকনগরে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উদ্ভব সরকার (২৫)। দরজা ভেঙে তাঁর দেহ উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে খবর, বিনিয়ম পাড়ায় সুধাংশু সমাদ্দারের মেসে গত মাস ছয়েক ধরে ভাড়া ছিলেন উদ্ভব। ওই মেসেই আরও ৩ জন নার্সিং পড়ুয়া ভাড়া থাকেন। তাঁরা সকলেই অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতালের প্রথম বর্ষের ছাত্র। উদ্ভব যে ঘরে থাকতেন, সেই ঘরে বিক্রম সরকার নামে আরও একটি ছেলে থাকেন। মেস মালিক সুধাংশুর দাবি, রবিবার সকালে বিক্রম ঘরে তালা গিয়ে বেরিয়ে যান। তাঁর কথায়, ‘‘বিক্রম বেরোনোর সময় ওকে জিজ্ঞাসা করেছিলাম, ও কোথায় যাচ্ছে? বলল, বাড়ি যাচ্ছে।’’ ঘটনাচক্রে, এর পরেই উদ্ভবের দেহ উদ্ধার হয়।
সুধাংশুই জানান, বিক্রম বেরিয়ে যাওয়ার পর থেকেই উদ্ভবের খোঁজ মিলছিল না। সন্দেহ হওয়ায় ঘরের দরজা ভেঙে তিনি দেখেন, খাটের তলায় উদ্ভবের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। এর পরেই অশোকনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ভবের দেহ রাজ্য সাধারণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পুলিশ সূত্রে খবর, উদ্ভবকে খুন করা হয়েছে না কি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।