Arjun Singh

BJP-TMC: অর্জুন-গড়ে গেরুয়া শিবিরে বড় ভাঙন, বিজেপি ছেড়ে তৃণমূলে সদলবলে তিন কাউন্সিলর

তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বনমন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাটপাড়া শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২১ ২৩:২৭
Share:

নিজস্ব চিত্র।

এ বার অর্জুন সিংহের গ়ড়েই গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন ধরাল জোড়াফুল শিবির। রবিবার সন্ধ্যা নাগাদ ভাটপাড়ার তিন বিদায়ী কাউন্সিলর সদলবলে যোগ দিলেন তৃণমূলে। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন বনমন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক।

Advertisement

এ দিন রাজ্যের শাসকদলে যোগ দিলেন ১১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর সোহনপ্রসাদ চৌধুরী, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি সাউ এবং স্বামী অরুণ সাউ, ১২ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর গীতা যাদব। এ ছাড়াও রয়েছে প্রাক্তন কাউন্সিলর কানাই জয়সওয়াল, যুব নেতা তরুণ সাউ। বিদায়ী কাউন্সিলর সোহন, জ্যোতি এবং গীতা তিন জনেই অর্জুন ঘনিষ্ঠ বলেই পরিচিত। যোগদান কর্মসূচিতে বনমন্ত্রীর পাশাপাশি ছিলেন বিধায়ক পার্থ ভৌমকি, সুবোধ অধিকারী, নারায়ণ গোস্বামী ও সোমনাথ শ্যাম। এ ছাড়াও ছিলেন ভাটপাড়া শহরের সভাপতি দেবজ্যোতি ঘোষ এবং জগদ্দল শহরের সভাপতি জিতেন্দ্র সাউ, তৃণমূল নেতা গোপাল রাউত, অমিত সাউ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement