বনলতা খাটুয়ার শেষযাত্রায় ব্যান্ডপার্টি। নিজস্ব চিত্র।
বাজছে ব্যান্ডপার্টির বাজনা। সেই তালে উদ্দাম নাচানাচি করছেন বেশ কয়েক জন। বিয়েবাড়ি বা প্রতিমা বিসর্জনের শোভাযাত্রায় এ অতি পরিচিত দৃশ্য। কিন্তু দেহ নিয়ে শ্মশানযাত্রীদের এ ভাবে যেতে দেখেছেন কখনও? শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপের বিষ্ণুপুরে দেখা গিয়েছে এমনই দৃশ্য। সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
সাগর দ্বীপের বিষ্ণুপুরের বাসিন্দা বনলতা খাটুয়ার মারা গিয়েছেন শনিবার। তাঁর বয়স হয়েছিল ১১৩ বছর। তাঁর দেহ সৎকারের জন্য শ্মশানে নিয়ে যাওয়ার পথেই পরিবারের লোকেরা ব্যান্ড বাজিয়ে নাচ করেছেন। ছেলে, মেয়ে, নাতি, নাতনি এমনকি নাতি-নাতনির পরের প্রজন্মও অংশ নিয়েছিল সেই যাত্রায়।
বনলতার পরিবারের লোকেরা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন বনলতা। তাঁর ইচ্ছা ছিল, মৃত্যুর পর যেন ধুমধাম করে দেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। সেই ‘ইচ্ছা’ পূরণ করতেই ব্যান্ডের বাজনায় বেজেছে ‘আমি হেলেদুলে যাব শ্মশানঘাটে’। সেই তালেই গা দুলিয়েছেন বনলতার পরিবারের লোকেরা।