Banipur Festival

শুরু হল বাণীপুর লোকউৎসব

শনিবার উৎসবের উদ্বোধন করেন বাউল শিল্পী গোলাম ফকির। উপস্থিত ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, জেলাশাসক চৈতালি চক্রবর্তী।    

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবড়া শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৫
Share:

আনন্দে: হাবড়ার বাণীপুরে। ছবি: সুজিত দুয়ারি

বিহু, বাউল, ভাটিয়ালি, যাত্রা, নাটুয়া, ভাওয়াইয়া-সহ লোকশিল্পের নানা আঙ্গিক নিয়ে শুরু হল বাণীপুর লোকউৎসব।

Advertisement

শনিবার উৎসবের উদ্বোধন করেন বাউল শিল্পী গোলাম ফকির। উপস্থিত ছিলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী, জ্যোতিপ্রিয় মল্লিক, ব্রাত্য বসু, জেলাশাসক চৈতালি চক্রবর্তী।

এ বারের উৎসবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানাচ্ছেন আয়োজকেরা। তাঁর আবক্ষ মূর্তি বসানো হয়েছে। সেটির উদ্বোধন করেন জ্যোতিপ্রিয়। উৎসবের মূল মঞ্চের নামকরণ করা হয়েছে বিদ্যাসাগরের নামে।

Advertisement

হাবড়ার ঐতিহ্যবাহী এই উৎসব এ বার ৬৬ বছরে পড়ল। উৎসব চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। জ্যোতিপ্রিয় বলেন, ‘‘বাণীপুর লোকউৎসবের ধারাবাহিকতা এগিয়ে নিয়ে যেতে আমরা দায়বদ্ধ। কেবল রাজ্যের নয়, গোটা দেশের মধ্যে বাণীপুর লোকউৎসব এখন জায়গা করে নিয়েছে। রাজ্যে সরকারের বিভিন্ন দফতর উৎসবে সহযোগিতা করছে।’’

এ বার উৎসবের অন্যতম আকর্ষণ পঞ্জাবের শিল্পীদের ভাংড়া, হরিয়ানার শিল্পীদের ফাগ নৃত্য। থাকছে মহিলা কাবাডি, ফুটবল, ভলিবল, দড়ি টানাটানি প্রতিযোগিতাও। সাহিত্যসভা, বৃক্ষরোপণ, স্বাস্থ্যশিবিরেরও আয়োজন করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement