পড়শি দেশের ‘রাজনৈতিক অস্থিরতার’ প্রভাব পড়বে কি মেলায়
Gaighata

বাংলাদেশি ভক্তদের উপস্থিতি নিয়ে সংশয়

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে মতুয়া ঠাকুরবাড়ি আছে। সেটিই মতুয়াদের ‘আদি পীঠস্থান।’

Advertisement

সীমান্ত মৈত্র  

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১০:০০
Share:
ঠাকুরনগরে মতুয়া ধর্ম মহা মেলায় যোগ দিতে চলেছেন ভক্তরা - গোপালনগরের নহাটায়।

ঠাকুরনগরে মতুয়া ধর্ম মহা মেলায় যোগ দিতে চলেছেন ভক্তরা - গোপালনগরের নহাটায়। নিজস্ব চিত্র।

বাংলাদেশের ‘অস্থির’ রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ল মতুয়া ধর্ম মহামেলায়।

Advertisement

বুধবার রাতে গাইঘাটার ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে কামনা সাগরে পুণ্যস্নানের মাধ্যমে শুরু হয়েছে এ বারের মতুয়া ধর্ম মহামেলা। অথচ, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ থেকে মতুয়া ভক্তদের আসতে দেখা গেল না। প্রতি বছর ওপার বাংলা থেকে দলে দলে মতুয়া ভক্ত, পাগল, গোঁসাই, দলপতিরা ঠাকুরনগরে পুণ্যস্নান সারতে আসেন। এ বার আদৌ বাংলাদেশ থেকে তাঁরা আসবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ‘‘এ বার বাংলাদেশ থেকে কোনও মতুয়া ভক্তের দল আসছে না। কারণ, এ বার বাংলাদেশের পরিস্থিতিতে তাঁরা ভিসা পাননি।’’

যদিও বাংলাদেশ থেকে কিছু মতুয়া ভক্ত আসার বিষয়ে আশাবাদী অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর। তাঁর কথায়, ‘‘মতুয়া ধর্ম মহামেলা চলবে ৩ এপ্রিল পর্যন্ত। তার আগে হয় তো বাংলাদেশ থেকে কিছু বাংলাদেশি আসবেন।’’

Advertisement

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে মতুয়া ঠাকুরবাড়ি আছে। সেটিই মতুয়াদের ‘আদি পীঠস্থান।’ ওড়াকান্দি ছিল মতুয়াদের আরাধ্য দেবতা হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের বাসস্থান। সেখানেও প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশীতে কামনা সাগরে পুণ্যস্নানের মাধ্যমে মতুয়া ধর্ম মহামেলা শুরু হয়। শান্তনু বলেন, ‘‘ওড়াকান্দিতে প্রায় ১০-১৫ লক্ষ মতুয়া ভক্ত ধর্ম মহামেলায় উপস্থিত থাকেন।’’ ২০২১ সালে এই রাজ্যে বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ওড়াকান্দিতে গিয়েছিলেন।

গত অগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ পরিস্থিতি অশান্ত। সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ উঠছে ভুরি ভুরি। শেখ মুজিবুর রহমানের বাড়ি-সহ বহু ঐতিহাসিক জায়গায় লুটপাট, ভাঙচুর চলেছে। নারী নির্যাতনের বহু ঘটনা ঘটেছে বলেও অভিযোগ। বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নানা মহল। এই পরিস্থিতিতে বাংলাদেশিদের এ দেশে আসতে ভিসা পেতে সমস্যা তৈরি হয়েছে বলে সূত্রের খবর। এখন যে সব বাংলাদেশি ভারতে আসছেন, তাঁরা মূলত মেডিক্যাল ভিসায় আসছেন বলে জানা গিয়েছে।

ঠাকুরবাড়ি সূত্রের খবর, বাংলাদেশের মতুয়া ভক্তেরা যেমন ওড়াকান্দিতে যান, অনেকে ঠাকুরনগরেও পুণ্যস্নান সারতে আসেন। এ বার মতুয়া ধর্ম মহামেলায় বাংলাদেশি ভক্তদের অভাব টের পাচ্ছেন অনেকেই। ঠাকুরনগরের বাসিন্দা মতুয়া ভক্ত নরোত্তম বিশ্বাসের বাড়িতে মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে অনেক মতুয়া ভক্ত এসে থাকেন, খাওয়াদাওয়া করেন। নরোত্তমের কথায়, ‘‘গত বছরও অনেক বাংলাদেশি মতুয়া ভক্ত আমার বাড়িতে এসেছিলেন। তাঁদের সেবা করে তৃপ্তি পেয়েছিলাম। ওঁদের কাছ থেকে ও দেশের অনেক অজানা কথা জানতে পারতাম। এ বার ওঁদের অভাব বোধ করছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement