Murder

রাজসাক্ষী দিব্যেন্দুকে আলাদা রাখার নির্দেশ, বাগুইআটিতে জোড়া খুনে দেবেন গোপন জবানবন্দি

দিব্যেন্দু দাসকে মঙ্গলবার নিয়ে যাওয়া হয় বারাসত আদালতে। আদালতের এই নির্দেশের পর ২৪ ঘন্টা কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৭
Share:
Baguiati Double Murder Case: One of the accused persons sent to segregation who wanted to become an approver

নিহত দুই কিশোর অতনু দে এবং অভিষেক নস্কর। — ফাইল চিত্র।

বাগুইআটিতে জোড়া নাবালক খুনের ঘটনায় রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করেছিলেন অন্যতম অভিযুক্ত দিব্যেন্দু দাস। তাঁকে ২৪ ঘণ্টা সম্পূর্ণ আলাদা রাখার নির্দেশ দিল বারাসত আদালত। বুধবার গোপন জবানবন্দি দেবেন তিনি।

Advertisement

দিব্যেন্দুকে মঙ্গলবার নিয়ে যাওয়া হয় বারাসত আদালতে। আদালতের এই নির্দেশের পর ২৪ ঘন্টা কারও সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন না তিনি। অভিযুক্তের আইনজীবী শৌভিক বসুঠাকুর বলেন, ‘‘আগামিকাল তাঁর বয়ান রেকর্ড করার জন্য ডাকা হবে। উনি আলাদা রয়েছেন। কারও সঙ্গে যোগাযোগ রাখবেন না। ওঁকে অভিযুক্ত হিসাবে গ্রেফতার করা হয়েছিল। পরে উনি স্বেচ্ছায় কিছু বলতে চান।’’ ওই খুনে গ্রেফতার হয়েছেন মোট ৬ জন।

গত বছর সেপ্টেম্বর মাসে বাগুইআটির দুই কিশোর অতনু দে এবং অভিষেক নস্করকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে। ওই ঘটনায় অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী এবং দিব্যেন্দুকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার হন রবিউল মোল্লা, অভিজিৎ বসু, শামিম আলি, সাহিল মোল্লা নামে আরও ৪ জন। ঘটনার তদন্তে নামে সিআইডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement