সকাল ৯টা। ক্যানিং পেট্রোল পাম্পে পাশাপাশি দু’টি গাড়ি, এসেছে তেল ভরতে। পাম্পের কর্মীরা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, একটি গাড়িতে নাকি বসে আছেন বাসন্তীর তৃণমূল প্রার্থী গোবিন্দ নস্কর। কথাটা কানে গেল অন্য গাড়িতে বসে থাকা বাসন্তীর আরএসপির প্রার্থী সুভাষ নস্করের। নেমে এলেন গাড়ি থেকে। গোবিন্দবাবুর গাড়ির কাছে এগিয়ে গিয়ে নমস্কার জানিয়ে কুশল সংবাদ জানতে চাইলেন। জানতে চাইলেন, প্রবীণ মানুষটির শরীর ভাল আছে তো? কোনও অসুবিধা হচ্ছে না তো? আরও বললেন, ‘‘দাদা মনে আছে, আমি যখন কলেজ ছাত্র, তখন আমার একটা বিধায়কের শংসাপত্র দরকার ছিল। আপনি আমাকে প্রথম সেই শংসাপত্র দিয়েছিলেন। আজও আমার কাছে তা আছে।’’ কথায় কথায় জানালেন, নিজেরও শরীর ভাল নেই। বিপক্ষ প্রার্থীকে বললেন, ‘‘এ বার আপনার বিরুদ্ধে আমাকে লড়তে হচ্ছে। আপনার আশীর্বাদ চাই।’’ গোবিন্দ বাবু হাত তুলে আশীর্বাদও করলেন। একগাল হাসি ছড়িয়ে পড়ল দুই শিবিরেই।