বসিরহাট মহকুমার ৬টি কলেজেই বিনা লড়াইয়ে জয়ী হয়েছে টিএমসিপি। বিরোধী ছাত্র সংগঠনগুলি কোনও কলেজেই মনোনয়ন জমা দিতে পারেনি। তবে বিরোধীদের দাবি, কলেজ গেটে বহিরাগতদের দাপট এবং ক্যাম্পাসে টিএমসিপির সন্ত্রাসের কারণেই তারা মনোনয়ন দিতে পারেনি।
শুক্রবার টিএমসিপির বিরুদ্ধে হুমকির অভিযোগ তুলে বসিরহাটের মহকুমা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় জেলা ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি অমিত মজুমদার, ছাত্র পরিষদের সভাপতি বিকাশ গৌড়-সহ কয়েকজন। ১৫ দফা দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেয় তারা। মহকুমাশাসক নীতেশ ঢালি জানান, অভিযোগগুলি খতিয়ে দেখা হবে।
একই দাবি করেছে এসএফআই এবং এবিভিপি। এসএফআইয়ের জেলা কমিটির সদস্য মৈনাক মুখোপাধ্যায়ের দাবি, ‘‘কলেজের আগে ব্যারিকেড করে রাখা হয়েছিল। পুলিশ ছিল দর্শকের ভূমিকায়। কারণ টিএমসিপি আমাদের ভয় পায়। একই দাবি করেছে এবিভিপি। যদিও অভিযোগ অস্বীকার করে টিএমসিপির দাবি, কলেজ ক্যাম্পাসগুলিতে বিরোধীদের কর্মী নেই। তারা প্রার্থী না পেয়ে মিথ্যা অভিযোগ করছে।