রাজ্য সরকারের দেওয়া জুতো খোলা বাজারে বিক্রির চেষ্টার অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে। মঙ্গলবার কাকদ্বীপের অক্ষয়নগর কলোনির শ্রী শ্রী গৌরাঙ্গ শিশুশিক্ষায়তন স্কুলে এ নিয়ে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীরা। গ্রামবাসী এবং অভিভাবকদের তোলা ওই অভিযোগের ভিত্তিতে তদন্তেরও নির্দেশ দিয়েছেন জেলার ডিআই (প্রাথমিক) উদয়ন ভৌমিক। উদয়নবাবু বলেন, ‘‘আমি ওই অভিযোগ পেয়েছি। সাব ইন্সপেক্টরকে একটি তদন্তের নির্দেশও দিয়েছি। কারণ শংসাপত্র (ইউটিলাইজেশন সার্টিফিকেট) পরিদর্শক অফিসে জমা করার পরে স্কুলের হেফাজতে অতগুলি জুতো থাকার কথা নয়।’’
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণ চক্রবর্তী বলেন, ‘‘এ সব মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। কোথাও বিক্রির ব্যাপার নেই। কিছু বাচ্চা স্কুলে আসছে না বলে তাদের জন্য জুতোগুলি রাখা হয়েছে। কাজ দ্রুত শেষ করার জন্য শংসাপত্র আগে জমা করতে হয়েছে।’’
স্থানীয় একটি ক্লাব থেকে প্রধান শিক্ষকের কাছে টাকা দাবি করা হয়েছিল বলে অভিযোগ। যা তিনি দেননি। সে কারণেই এই কুৎসা রটানো হচ্ছে বলে অরুণবাবুর দাবি। যদিও ক্লাবের বিরুদ্ধে টাকা চাওয়ার কোনও অভিযোগ মঙ্গলবার পর্যন্ত কোথাও দায়ের করেননি ওই শিক্ষক।