পুরপ্রতিনিধির বিরুদ্ধে দাদাগিরি ও মারধরের অভিযোগ। —প্রতীকী চিত্র।
রাজপুর-সোনারপুর পুরসভার এক পুরপ্রতিনিধির বিরুদ্ধে দাদাগিরি ও মারধরের অভিযোগ তুললেন এক ব্যক্তি। পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি রঞ্জিত মণ্ডল নরেন্দ্রপুর স্টেশন রোডে সুব্রত সরকার নামে ওই ব্যক্তির দোকানে ঢুকে ভাঙচুর ও তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ।
নরেন্দ্রপুর স্টেশন রোডে একটি বাসন এবং একটি প্রসাধন সামগ্রীর দোকান রয়েছে সুব্রতর। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর দোকান দখল করতে চাইছেন ওই পুরপ্রতিনিধি। বৃহস্পতিবার লোকজন নিয়ে দোকানে এসে রঞ্জিত হামলা চালান বলে অভিযোগ। সেই সময়ে দোকানে ছিল সুব্রতর বছর সতেরোর ছেলে তন্ময়। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে পুরপ্রতিনিধি ও তাঁর লোকজন দোকানে তালা দিয়ে চলে যান।
রঞ্জিত অবশ্য হামলার অভিযোগ মানেননি। তিনি বলেন, “ওই ব্যক্তি শ্বশুরবাড়ির জায়গায় আছেন। ওই জায়গার একাধিক ওয়ারিশ রয়েছে। তা নিয়ে গোলমাল আছে। কিন্তু দোকানে হামলা বা মারধরের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন।” স্থানীয় সূত্রের খবর, ওই জায়গা নিয়ে গোলমাল দীর্ঘদিনের। অভিযুক্ত পুরপ্রতিনিধিও পারিবারিক সূত্রে জমির মালিকানা সংক্রান্ত বিষয়ে জড়িত। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।