ভাড়াটে উচ্ছেদের অভিযোগে জড়াল তৃণমূল নেতার নাম

ভাড়াটে দম্পতিকে উচ্ছেদের অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারের সরিষায়। সেই ঘটনায় আবার বাড়িওয়ালার পক্ষ নেওয়ায় অভিযুক্ত স্থানীয় তৃণমূলের এক নেতা। ‘বিচার’ চেয়ে থানার সামনে ধর্নায় বসেছেন প্রবীণ দম্পতি।

Advertisement

দিলীপ নস্কর

ডায়মন্ড হারবার শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৫ ০১:০৭
Share:

ধর্নায় দাস দম্পতি।—নিজস্ব চিত্র।

ভাড়াটে দম্পতিকে উচ্ছেদের অভিযোগ উঠেছে ডায়মন্ড হারবারের সরিষায়। সেই ঘটনায় আবার বাড়িওয়ালার পক্ষ নেওয়ায় অভিযুক্ত স্থানীয় তৃণমূলের এক নেতা। ‘বিচার’ চেয়ে থানার সামনে ধর্নায় বসেছেন প্রবীণ দম্পতি।

Advertisement

অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। যদিও থানার সামনে কেউ ধর্নায় বসেছেন বলে মানতে নারাজ তারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৮৯ সাল থেকে অমল মিত্রের দোতলা বাড়িতে ভাড়ায় আছেন প্রাক্তন ভূমি ও ভূমি সংস্কার দফতরের অবসরপ্রাপ্ত কর্মী অনিলকুমার দাস ও স্ত্রী শিখাদেবী। তাঁদের অভিযোগ, ১৯ জুলাই সন্ধ্যায় স্থানীয় যুব তৃণমূল নেতা দেবাশিস মিত্রের নেতৃত্বে কয়েকজন মহিলা-পুরুষ ওই বাড়িতে চড়াও হয়। জোর করে উপর তলার ঘরের চাবি খুলে ঢুকে পড়ে। বের করে দেওয়া হয় দাস দম্পতিকে। মালপত্রও বের করে দেওয়া হয়। কিছু জিনিস ভেঙেও যায়।

Advertisement

এই ঘটনার পর থেকে কলকাতায় ছেলের কাছে আছেন দাস দম্পতি। মাঝে মধ্যে আসছেন সরিষায়। তাঁদের ওই বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

বাড়িটি কিছু দিন আগে হস্তান্তর হয়েছে। এখন মালিক পুলক মিত্র। তাঁর বিরুদ্ধেও থানায় লিখিত অভিযোগ করেছেন অনিলবাবু। ওই বৃদ্ধের কথায়, ‘‘যতক্ষণ না পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে, আমি সস্ত্রীক থানার সামনে ধর্নায় বসে থাকব।’’

পুলকবাবু এবং বাড়ির পুরনো মালিক দেবাশিস মিত্রদের দাবি, উপরতলার ঘর ভাড়াই দেওয়া হয়নি অনিলবাবুদের। ওঁরা বাড়িওয়ালার অবর্তমানে উপরতলাটি দখল করে বসেছিলেন। সেখান থেকেই মালপত্র বের করে দেওয়া হয়েছে। তবে কাউকে বাস্তুছাড়া করা হয়নি। অনিলবাবুরা এখনও নীচের তলায় থাকতে পারেন বলে জানিয়েছেন পুলকবাবু। তিনি বলেন, ‘‘দেবাশিস মিত্রের কাছ থেকে গত এপ্রিল মাসে ভাড়াটে-সহ বাড়ি কেনার পরে আমি আলোচনায় বসতে চেয়েছিলাম। কিন্তু তা না করে ওঁরা নানা অজুহাত দেখিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।’’

কিন্তু বাড়িওয়ালা-ভাড়াটের বিবাদের মধ্যে কেন জড়ালেন তৃণমূল নেতৃত্ব? ডায়মন্ড হারবার ২ ব্লকের যুব তৃণমূল নেতা দেবাশিস মিত্র বলেন, ‘‘আমি ওই ঘটনার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নই। তা ছাড়া, ওখানে কোনও হামলাও হয়নি। পুরো ব্যাপারটাই সাজানো।’’ তৃণমূলের ব্লক সভাপতি অরুময় গায়েনেরও দাবি, ‘‘বাড়িওয়ালা-ভাড়াটিয়া বিবাদের ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আমাদের কেউ কোনও ভাবে জড়িতও নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement