তরুণীকে ‘কুপ্রস্তাব’

পাসপোর্টের আবেদনের পরে পুলিশ ভেরিফিকেশনের জন্য ডেকে তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক ডিআইবি অফিসারের বিরুদ্ধে। ক্যানিঙের পিয়ালির বাসিন্দা ওই তরুণী পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। গত ২৫ জুলাই পুলিশ ভেরিফিকেশনের জন্য এক ডিআইবি অফিসার তাঁকে ক্যানিঙে ডাকেন প্রয়োজনীয় কাগজপত্র দেখার জন্য। সব নথিপত্র তরুণী দেখাতে পারেননি বলেই ওই অফিসার তাঁকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৫ ০১:০১
Share:

পাসপোর্টের আবেদনের পরে পুলিশ ভেরিফিকেশনের জন্য ডেকে তরুণীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠল এক ডিআইবি অফিসারের বিরুদ্ধে। ক্যানিঙের পিয়ালির বাসিন্দা ওই তরুণী পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। গত ২৫ জুলাই পুলিশ ভেরিফিকেশনের জন্য এক ডিআইবি অফিসার তাঁকে ক্যানিঙে ডাকেন প্রয়োজনীয় কাগজপত্র দেখার জন্য। সব নথিপত্র তরুণী দেখাতে পারেননি বলেই ওই অফিসার তাঁকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ। ৩০ জুলাই এ ব্যাপারে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন ওই তরুণী। জেলার পুলিশ সুপার সুনীল চৌধুরী বলেন, ‘‘একটি অভিযোগ পেয়েছি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement