প্রেমিকাকে খুন করে নিজেকে কোপাল যুবক

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মহিলার স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। এলাকারই বাসিন্দা প্রদীপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ০১:২৪
Share:

—প্রতীকী ছবি।

এক মহিলাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মুখে বিষ ঢেলে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে।

Advertisement

মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সুন্দরবন কোস্টাল থানার লাহিড়িপুর পঞ্চায়েতের রজতজুবিলি গ্রামে। পুলিশ জানিয়েছে, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। অভিযুক্ত প্রদীপ মণ্ডল ওই মহিলাকে খুনের পরে ধারাল অস্ত্র দিয়ে নিজের পেটেও আঘাত করে। রাতেই গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা গোসাবা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে কলকাতার এমআর বাঙ্গুরে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মহিলার স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে থাকেন। এলাকারই বাসিন্দা প্রদীপ। তার সঙ্গে মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়। প্রদীপ নিজেও বিবাহিত। কিছু দিন আগে বিষয়টি জানাজানি হয়। সে সময়ে দু’জনে পালিয়ে গিয়েছিল। শেষমেশ ফিরেও আসে। নিজেদের সংসারে ফিরে যায়। কিন্তু পাড়ার আর এক যুবকের সঙ্গে মহিলার প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ।

Advertisement

পুলিশ জানিয়েছে, তা নিয়ে প্রদীপের সঙ্গে বেশ কিছু দিন ধরে অশান্তি চলছিল। মঙ্গলবার রাতে মহিলার বাড়িতে চড়াও হয়ে ধারাল ছুরি দিয়ে গলা-সহ শরীরের একাধিক জায়গায় কুপিয়ে মুখে প্রদীপ মুখে বিষ ঢেলে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

এরপরে অভিযুক্ত নিজেও ছুরি দিয়ে নিজেকে এলোপাথাড়ি কোপায়। কিছুটা বিষও নিজেও গলায় ঢালে। চেঁচামেচি শুনে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেয় পড়ে রয়েছে মহিলার দেহ। পাশে যন্ত্রণায় ছটফট করছে প্রদীপ।

সুন্দরবন কোস্টাল থানার পুলিশ এসে বুধবার সকালে দেহ উদ্ধার করে। প্রদীপ অসুস্থ থাকায় তাকে এখনও গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে। তবে পুলিশি নজরদারির মধ্যেই হাসপাতালে চিকিৎসা চলছে তার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement