POCSO Case

৪৫ দিনে পকসোয় চার্জশিট

ঘটনার ৪৫ দিনের মাথায়, সোমবার পকসো কোর্টে চার্জশিট দিল পুলিশ। মঙ্গলবার থেকে শুনানি শুরুর কথা। ঘটনায় ধৃত যুবক বর্তমানে জেল হেফাজতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উত্তর ২৪ পরগনা শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৬:১৫
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

গত মাসে উত্তর ২৪ পরগনায় ‘ধর্ষণের’ জেরে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনার ৪৫ দিনের মাথায়, সোমবার পকসো কোর্টে চার্জশিট দিল পুলিশ। মঙ্গলবার থেকে শুনানি শুরুর কথা। ঘটনায় ধৃত যুবক বর্তমানে জেল হেফাজতে। তার এক আত্মীয় তৃণমূল নেত্রী। আর এক আত্মীয় পুলিশে কর্মরত। তাঁদের নাম করে কিশোরীর পরিবারকে প্রথম দিকে হুমকি এবং মামলা তুলতে চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। বিশেষ সরকারি আইনজীবী সমীর দাস বলেন, “চার্জশিটে ১৫ জনকে সাক্ষী করা হয়েছে।”

Advertisement

সম্প্রতি সাত বছরের বালিকাকে গণধর্ষণ ও খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় দেহ উদ্ধারের পরে ৫২ দিনের মধ্যে অভিযুক্ত চার জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে আলিপুরদুয়ার পুলিশ। সেই ঘটনা এবং দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদে দুই নাবালিকাকে যৌন নির্যাতন এবং খুনের দু’মাসের মধ্যে দোষীদের ফাঁসির সাজা ঘোষণার কথা এ প্রসঙ্গে মনে করিয়ে দেন জেলা তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement