প্রবেশ পথ। নিজস্ব চিত্র।
ভাঙাচোরা ইটের পাঁচিল। জং ধরা গ্রিলের গেট। ভাঙাচোরা বাড়িটিতে কোনও রকমে রয়েছেন একটি পরিবার। অথচ এক সময়ে এই বাড়িটিতেই শৈশব কেটেছে ধর্ম সংস্করক এবং শিক্ষাবিদ পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর।
জয়নগর ২ নম্বর ওয়ার্ডে কুমারপাড়ায় বাড়িটির অবস্থান। বহু বছর ধরে ওই বাড়িতেই ইতিহাসবিদ শিবনাথ শাস্ত্রী ছিলেন। এখন সেখানে তাঁরই এক আত্মীয় পরিবার নিয়ে থাকেন।
কিন্তু অবহেলায় অযত্নে বাড়িটি নষ্ট হতে চলেছে। দীর্ঘদিন এই ভবনটি সংস্কার হয় না। সরকার থেকে এ বিষয়ে কোনও উদ্যোগও করা হয়নি।
সামনে বারান্দা। তা পেরিয়ে ঘরে ঢোকার দরজার পাশে কাচের ফ্রেমে শিবনাথ শাস্ত্রী, তাঁর বাবা হরানন্দ বিদ্যাসাগর ও মা গোলকময়ী দেবীর ছবি রয়েছে। বসত বাড়িতে এখন থাকেন অনিল চক্রবর্তী নামে এক আত্মীয়। তিনি জানালেন, এই বাড়িতেই এক সময়ে ভূতপূর্ব শিক্ষামন্ত্রী প্রতাপচন্দ্র চন্দ্র এসেছেন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরাও দেখে গিয়েছেন। বাড়ি সংস্কারের জন্য সরকারি আধিকারিক মাপজোক করে গিয়েছিলেন ঠিকই। কিন্তু তারপরে আর কিছু হয়নি। অনিলবাবু বলেন, ‘‘বাধ্য হয়ে নিজেই কিছুটা সারাই করেছি।’’
এ বিষয়ে জয়নগরের পুরপ্রধান সুজির সরখেল বলেন, ‘‘শিবনাথ শাস্ত্রীর ওই বাড়িতে হেরিটেজ কমিশন এখনও হেজিটেজ ভবন ঘোষণা করেনি। হেরিটেজ ঘোষণা করলে দর্শনার্থীদের জন্য একটি ঘর ছেড়ে দিতে হবে।’’ তিনি জানান, অনিলবাবু পুরপ্রধানের কাছে সংস্কারের আবেদন করলে ব্যবস্থা নেওয়া হবে।