dead body

Dead Body: ভিক্ষোপজীবীর অ্যাসিডে পোড়ানো দেহ মিলল মাঠে, ধর্ষণের অভিযোগ হাবরায়

বৃহস্পতিবার দুপুরে সোনাকানিয়া দর্জিপাড়ার খালপাড় এলাকায় দুর্গন্ধ পান স্থানীয় কৃষকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ২১:৩২
Share:

মহিলার দেহ উদ্ধার। প্রতীকী ছবি।

মাঠে মিলল প্রৌঢ়ার অ্যাসিডে পোড়ানো মৃতদেহ। ওই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবরার কুমড়া পঞ্চায়েতের সোনাকানিয়া দর্জিপাড়া এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বৃহস্পতিবার দুপুরে সোনাকানিয়া দর্জিপাড়ার খালপাড় এলাকায় দুর্গন্ধ পান স্থানীয় কৃষকরা। এক মহিলার মৃতদেহ দেখতে পান তাঁরা। মৃতদেহের মুখ অ্যাসিড দিয়ে পোড়ানো হয়েছে। স্থানীয়রা খবর দেন হাবরা থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় বসে নিত্য মদ্যপান করে অনেকে। তাঁদের আরও অভিযোগ, কেউ মত্ত অবস্থায় ওই মহিলাকে ধর্ষণ করে অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করেছে। পুলিশ মৃতের পরিচয় জানতে পেরেছে। তসলিমা বিবি (৫৯) নামে ওই মহিলা ভিক্ষা করে জীবনযাপন করতেন। তাঁর এক ছেলেও রয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement