Abhishek Banerjee

ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মঙ্গলে, থাকবেন সাংসদ অভিষেকও

মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে হবে ওই প্রশাসনিক বৈঠক। সোমবার দফায় দফায় বৈঠকস্থল পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ২০:০১
Share:

অভিষেক বন্দ্যোপাধ্যায়। — ফাইল চিত্র।

নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার সফরে যাবেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে যোগ দিতে ডায়মন্ড হারবারে যাবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নাগরিক পরিষেবা এবং উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে সবিস্তার আলোচনা হতে পারে ওই বৈঠকে। পাশাপাশি, যে সব কাজ এখনও শেষ হয়নি তা নিয়েও আলোচনা হতে পারে।

Advertisement

মঙ্গলবার বিকেলে ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে হবে ওই প্রশাসনিক বৈঠক। ওই বৈঠকে উপস্থিত থাকবেন ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার বিধায়ক, জেলা পরিষদের সকল সদস্য, পঞ্চায়েত সমিতির সকল সদস্য, পুর এলাকার কাউন্সিলররা, দলীয় পদাধিকারী এবং বিভিন্ন দফতরের আধিকারিক এবং বাস্তুকাররা। পঞ্চায়েত ভোটের আগে এই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক তাৎপর্যপূর্ণ।

এ নিয়ে রাজ্যের পরিবহন দফতরের রাষ্ট্রমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল বলেন, ‘‘সাংসদের অনুপ্রেরণায় ডায়মন্ড হারবার জুড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে৷ প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে সেই সব কাজ নিয়ে আলোচনা হতে পারে৷ সাংসদের তৎপরতায় আগামী দিন উন্নয়ন আরও তরান্বিত হবে।’’

Advertisement

নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে সোমবার দফায় দফায় বৈঠকস্থল পরিদর্শন করেন পুলিশ আধিকারিকরা। সম্প্রতি আমেরিকা থেকে চোখের চিকিৎসা করিয়ে আসার পর নিজের নির্বাচনী কেন্দ্রে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিষেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement