Death

মদের আসরে বন্ধুকে ‘খুন’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুম্মান বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। ১০ বছর জেল খাটার পরে সে বাড়িতে ফেরে। মঙ্গলবার রাতে সন্দীপকে নিয়ে পাইপ রোড সংলগ্ন একটি এলাকায় মদের আসরে যায় সে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৩ ০৬:৪৯
Share:

—প্রতীকী চিত্র।

লোহার রড দিয়ে পিটিয়ে বন্ধুকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে ব্যারাকপুরের পাইপ রোডে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সন্দীপ দাস ওরফে বিল্লু। তাঁকে খুনের অভিযোগ উঠেছে জুম্মান নামে এক যুবকের বিরুদ্ধে। সে বিল্লুর বন্ধু ছিল। তাকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুম্মান বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। ১০ বছর জেল খাটার পরে সে বাড়িতে ফেরে। মঙ্গলবার রাতে সন্দীপকে নিয়ে পাইপ রোড সংলগ্ন একটি এলাকায় মদের আসরে যায় সে। সন্দীপ সেখানে রাতভর জুম্মানের সঙ্গে বসেই মদ্যপান করেন। এর পরে ভোরের দিকে জুম্মানের সঙ্গে কিছু নিয়ে সন্দীপের বচসা হয়। যার জেরে লোহার রড দিয়ে জুম্মান সন্দীপের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় সন্দীপ মাটিতে লুটিয়ে পড়লে পরিস্থিতি বেগতিক দেখে জুম্মান এলাকা ছেড়ে পালিয়ে যায়। গুরুতর জখম সন্দীপকে ব্যারাকপুরের বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সন্দীপ ব্যারাকপুরের চিড়িয়ামোড় এলাকায় একটি খাবারের দোকানে কাজ করতেন।

জুম্মান খুন করেই সোজা বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে পরিজনদের সব কিছু সে খুলে বলে। এর পরেই পরিবারের লোকজন তাকে পুলিশের হাতে তুলে দেন। টিটাগড় থানার পুলিশ এর পরে জুম্মানকে গ্রেফতার করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement