বিপর্যয়: নয়ানজুলিতে পড়ে গিয়েছে ট্রাক।—নিজস্ব চিত্র।
মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল ট্রাক। যার জেরে দীর্ঘক্ষণ ব্যাহত হল বাসন্তী হাইওয়ের যান চলাচল।
পুলিশ জানায়, বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে প্রগতি ময়দান থানা এলাকার বাসন্তী হাইওয়ের চৌবাগায়। ট্রাকের ধাক্কায় জখম মোটরবাইক আরোহীর নাম মুর্শিদ মোল্লা। বাড়ি ভাঙড়ের রানিগাছিতে। গুরুতর জখম অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পরেই পালিয়ে যান ট্রাকের চালক। ট্রাকটিকে উদ্ধার করার পরে নয়ানজুলির জলে কেউ ডুবে গিয়েছেন কি না, তা দেখার জন্য ডুবুরি নামানো হয়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, এ দিন বিকেল পৌনে চারটে নাগাট মোটরবাইকে চেপে ই এম বাইপাসের দিকে যাচ্ছিলেন মুর্শিদ। চৌবাগা মোড়ের কাছে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে তাঁর মোটরবাইকের। রাস্তার এক ধারে ছিটকে পড়েন ওই মোটরবাইক আরোহী। এর পরেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে যায় ট্রাকটি। পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারাই ওই জখম যুবককে উদ্ধার করে পুলিশের সাহায্যে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা গুরুতর। মাথায় এবং পায়ে চোট লেগেছে।
লালবাজার সূত্রের খবর, ঘটনার পরেই বন্ধ হয়ে যায় বাসন্তী হাইওয়ে। ঘণ্টাখানেক ব্যাহত হয় যান চলাচল। পরে ক্রেনের সাহায্যে নয়ানজুলি থেকে ট্রাকটিকে তোলার বেশ কিছু ক্ষণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। লালবাজার জানিয়েছে, কলকাতা পুলিশ ওই এলাকার দায়িত্ব নেওয়ার পর থেকে যান চলাচলের উপরে বেশ কিছুটা নিয়ন্ত্রণ জারি করা হয়। বেপরোয়া গাড়ি চলাচল ঠেকাতে বসানো হয়েছে স্পিডোমিটারও। পুলিশের অনুমান, তা সত্ত্বেও এ দিন ট্রাক ও বাইক— দু’টিই বেপরোয়া ভাবে ছুটছিল।