বিরল মাছটি। -নিজস্ব চিত্র।
বিশালাকার বিরল প্রজাতির মাছ ধরা পড়ল সুন্দরবনের নদীতে। রবিবার সুন্দরবনের হোগল নদী থেকে ওই মাছটি ধরা পড়ে এক মৎস্যজীবীর জালে।
দীর্ঘদিন ধরেই সুন্দরবনের নদী ও খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরেন সুন্দরবনের বাসন্তী ব্লকের ৬ নম্বর শিকারিপাড়ার বাসিন্দা মৎস্যজীবী চরণ হালদার। অন্যান্য দিনের মতো রবিবারও সকালে জাল নিয়ে মাছ-কাঁকড়া ধরার জন্য বেরিয়েছিলেন তিনি। পুরন্দরপুর এলাকায় হোগল নদীতে মাছ ধরছিলেন। আচমকা নদী থেকে জাল তুলতে গিয়ে সমস্যা হয় তাঁর। জাল খুব ভারী মনে হচ্ছিল।
মৎস্যজীবী চরণ ভেবেছিলেন, জালে হয়তো কুমির আটকে পড়েছে। ভয়ে ভয়ে সতর্কতার সঙ্গে জাল টেনে নদীর পাড়ে তুলতেই চক্ষু চড়ক গা্ছে তাঁর। বিশাল আকৃতির বিরল প্রজাতির এক মাছ ধরা পড়েছে জালে।